প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রয়াত সতীশ কৌশিক। ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। পার্টিতে ছিলেন জাভেদ আখতার, মহিমা চৌধরি, শাবানা আজমি, রিচা চড্ডা, আলি ফজলের মতো তারকারা। পর্দায় তাঁর হাসি, তাঁর কৌতুকাভিনয় কত শত মানুষকে আনন্দ দিয়েছে, কিন্তু তাঁর জীবনে ঘটে গিয়েছিল সবথেকে মর্মান্তিক ঘটনা। ছেলেকে হারিয়েছিলেন তিনি। মাত্র দু'বছরের একরত্তি শানু কৌশিককে বাঁচাতে পারেননি সতীশ এবং তাঁর স্ত্রী শশী। বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কোনও কারণ জানা যায়নি। তবে জানা গিয়েছে, গাড়ির মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সহ অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় এই খবর প্রথম শেয়ার করেন। বন্ধুর সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লেখেন, "৪৫ বছরের বন্ধুত্বে ফুল স্টপ। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ।"

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে, বুধবার রাতে গুরুগ্রামে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সতীশ কৌশিক। সেখানেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। NCR-এর কাছে রাস্তায় গাড়িতেই সংজ্ঞা হারান তিনি। এই মুহূর্তে তাঁর মরদেহ গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে রয়েছে। সেখানেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এরপর দেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ে অভিনেতার বাসভবনে। কেবলমাত্র কমেডি জ্যঁরের অভিনেতা নয়, সতীশ কৌশিক ছিলেন একজন পরিচালক চিত্রনাট্যকার এবং প্রযোজকও বটে। দুঁদে ভিলেনের চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। 'মিস্টার ইন্ডিয়া', 'দিওয়ানা মাস্তানা', 'রাম লাখান', 'সাজন চলে শশুরাল' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। সলমান খান অভিনীত 'তেরে নাম' ছবিটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক। এছাড়াও পরিচালক সতীশের ফিল্মোগ্রাফিতে রয়েছে জনপ্রিয় ছবি 'রূপ কি রানি চোরো কা রাজা', 'হাম আপকে দিল মে রেহতে হ্যায়' মতো ছবিগুলিও।কাল্ট ছবি 'জানে ভি দো ইয়ারো' ছবির সংলাপ লিখেছিলেন এই অভিনেতা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র এবং থিয়েটার শেখেন সতীশ কৌশিক। কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি 'এমার্জেন্সি'তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। কঙ্গনা ৯ মার্চ সকালে সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, 'ঘুম ভাঙল এরকম ভয়াবহ খবরে। তিনি আমাকে সবসময়ে উৎসাহ দিয়ে এসেছেন। সফল অভিনেতা, পরিচালক। সতীশ কৌশিকজি ব্যক্তি মানুষ হিসেবেও প্রচণ্ড অমায়িক ছিলেন। 'এমার্জেন্সি'তে ওঁকে নির্দেশনা দিতে ভাল লেগেছিল। তাঁর কথা মনে পড়বে। ওম শান্তি।'

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News