#Pravati Sangbad Digital Desk:
আইপিএল শুরুর আগেই বড় সড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। মুম্বইয়ের বোলিংয়ের প্রধান অস্ত্র জশপ্রীত বুমরাহর পক্ষে চোট সারিয়ে আইপিএলে ফেরা অসম্ভব বলেই খবর। শুধু আইপিএল কেন, চলতি বছরে বুমরাহকে আর পাওয়া যাবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। পিঠের চোটে বেশ কয়েক মাস ক্রিকেটের দুনিয়া থেকে দূরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি। এরপর নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরেও যেতে পারেননি জাতীয় দলের সাথে। নয়া বছরের গোড়টায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ না খেললেও একদিনের সিরিজে ফেরার কথা ছিলো তাঁর। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায় প্রত্যাবর্তন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শে বুমরাহ’কে বা দেওয়া হয় দল থেকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজে দেখা যায় নি তাঁকে। রিহ্যাব চালিয়ে গিয়েছেন দেশের সেরা পেসার। শোনা গিয়েছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে জায়গা হতে পারে তাঁর। কিন্তু বুমরাহকে বাদ দিয়েই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এমনকি আগামী ১৭,১৯ এবং ২২ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ৩ ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে, সেখানেও দলে ঠাঁই পান নি তিনি। ফের কবে জাতীয় দলের জার্সিতে বোলিং রান আপে তাঁকের দেখা যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। বুমরার ইনজুরি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কারণ, বুমরার বোলিংয়ে ভর করে একাধিকবার আইপিএল জিতেছে এই দল। বুমরা মুম্বই স্কোয়াডের অবিচ্ছেদ্য সদস্য। তাঁকে না পাওয়াতে দলের ভারসাম্যে কোথাও চিড় ধরতে পারে।