পাথর ছোরা হলো এবার বন্দে ভারতে

banner

#Pravati Sangbad Digital Desk:

জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় কয়েকজন বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ে। ২০৬০৮ মহীশূর চেন্নাই গামী ভারত বন্দে ভারত টিকেই লক্ষ্য করে পাথর ছোড়ার ফলে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। তবে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু কে আর পুরম এবং বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝেই। পাথর ছোড়ার ফলে গাড়ির চালক ট্রেন থামিয়ে দেয় সঙ্গে সঙ্গে, কিন্তু আবার তার কিছুক্ষন পরই আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ২০৬০৮ মহীশূর-চেন্নাইগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। তবে গাড়ির কাঁচ ভেঙে গেলেও পরে কোচ পরীক্ষা করে জানা যায় কোন যাত্রী কিন্তু আহত হয়নি এমনটাই জানাছে রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার। বন্দে ভারত এক্সপ্রসে এর আগেও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে। তা নিয়ে আবার শুরু হয় কেন্দ্র বনাম রাজ্যে সংঘাত। হামলার ঘটনাট ঘটেছে পশ্চিবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ে। এমনকী বন্দে ভারত এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। তবে এই ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম- হায়দ্রবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসে। সুন্দর প্যাকেটে ছিল একটি বড়া ভাজা। সেটা বের করতেই তেল গড়িয়ে পড়তে শুরু করে। আবার দেরি করে গন্তব্যে পৌঁছনোর মতো ঘটনাও ঘটেছে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সাথে। নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকলেও সেই নির্দিষ্ট সময় পার করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দেরিতে ছাড়ে হাওড়াগামী বন্দে ভারত। এই সব মিলিয়ে যে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মানুষ যে স্বপ্নটা দেখেছিল, সেটা স্বপ্ন হিসেবেই রয়ে গেল। স্বপ্ন আদৌ বাস্তবায়িত হবে কিনা সেই আশা কেও আপাতত করছে না।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News