মহৌষধি গাছ

banner

#Pravati Sangbad Digital Desk:

দুর্বা ঘাসকে মহৌষধি বলা হয়ে থাকে৷ চিকিৎসাক্ষেত্রে এর অবদান অনেক৷ এর স্বাদ কিছুটা কষা এবং কিছুটা মিষ্টি হয়ে থাকে৷ পেটের বিভিন্ন রকম সমস্যা সমাধানে এটি সাহায্য করে থাকে৷ পাশাপাশি লিভার থেকে শুরু করে যৌন রোগের সমস্যা সমাধানেও এই ঘাসের ব্যবহার হয় বলে জানা যায়৷ দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম Cynodon dactylon। পুজোর সময় বা কোনও ধর্মীয় অনুষ্ঠানে, জন্মদিনে এই দুর্বা ঘাসের অনেক সময়ই প্রয়োজন হয়৷ কিন্তু এই ঘাসের আরও নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে৷ 
  • শরীরের কোনো স্থানে কেটে গেলে দুর্বা ঘাস পিষে সেই স্থানে প্রলেপ দিলে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই কাজটি গ্রামাঞ্চলে অনেকেই করেন। এক্ষেত্রে দুর্বা ঘাসের শিকড় ব্যবহার করলে বেশি উপকার হয়।
  • বমি বমি ভাব দূর করতে দুর্বা ঘাসের রস ২-৩ চামচ অল্প চিনির সাথে মিশিয়ে ১ ঘণ্টা পর পর খাবেন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন।
  • আয়ুর্বেদ মতে দুর্বা ঘাস মহৌষধি। মুখ, নাক এছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পড়তে থাকলে দুর্বা ঘাসের সাথে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে এ রোগের উপশম হয়।
  • শ্বেতপ্রদহ জনিত দূর্বলতায় দুর্বা ঘাসের সাথে সম পরিমাণ কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে এই দূর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে।
  • আমাশয়ে দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ও ডালিম পাতার রস ৪ থেকে ৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ বার খান। আমাশয় ভালো হয়ে যাবে। 
  • প্রস্রাবে কষ্ট হলে দূর্বার রস, দুধ ও জল মিশিয়ে খেলে উপকার পাবেন। তবে অর্শ্বরোগ থাকলে এটা খাওয়া যাবে না।
  • গর্ভধারণে অসমর্থ নারীরা দূর্বা ও আতপ চাল এক সঙ্গে বেটে বড়া করে খেতে পারেন। ভাতের সঙ্গে এই বড়া সপ্তাহে তিন-চারদিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে।
  • কোনও কারণ নেই অথচ চুল পড়ে যাচ্ছে , সেক্ষেত্রে তিল, নারকেল বা আমণ্ড তেলে দূর্বাকে ভালো করে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে পরিষ্কার কাঁচের শিশিতে রাখতে হবে। ব্যবহারের সময় পরিমাণ মতো নিয়ে গরম করে মাথায় মাখতে হবে।

দূর্বা ও কাঁচা হলুদ রস সমপরিমাণ মিশিয়ে অথবা শুধু দূর্বার রস ২ চামচের সঙ্গে অল্প কাঁচা দুধ মিশিয়ে খেয়ে দেখতে পারেন, তবে বাত থাকলে এটা খাবেন না, এতে পুরনো রক্ত আমাশাও সেরে যায়।
অনেক সময় মহিলাদের মাসিক ছাড়াও অন্য সময়ে রক্ত পাত হয়, সেক্ষেত্রেও দূর্বার রস ফলদায়ক।
অনেক সময় নাক টনটন করে আবার রক্ত পড়ে কিন্তু উচ্চ রক্তচাপ নয়, এই অবস্থায় দূর্বার নস্যি কাঁচা দুধ দিয়ে নিয়ে সমস্যা কমে যায়
অনেক সময় গায়ে কিছু নেই কিন্তু চুলকোচ্ছে তাহলে তিল তেল নিয়ে দূর্বার রসে পাক করে গায়ে লাগালে কমে যায়, তেলের সিকি ভাগ রস নিতে হবে মনে করে।
দূর্বার কচি ডগা সামান্য সরিষার তেলসহ দাঁতের গর্ত করা স্থানে দিলে জীবাণু মারা যায় ও উপকার হয়।
সকাল বেলা খালি পায়ে দূর্বা ঘাসের ওপর দিয়ে হাঁটলে চোখের জ্যোতি বাড়ে। এছাড়া, সকালে এর তাজা রস খেলে মানসিক রোগে অসাধারণ উপকার পাওয়া যায়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Tags: