Flash news
    No Flash News Today..!!
Wednesday, December 4, 2024

ভারতের চন্দ্রযানের আগেই পৌচ্ছে যাবে রাশিয়ার মহাকাশযান ?

banner

#Pravati Sangbad Digital Desk:

এখনও পর্যন্ত পৃথিবীর মোট তিনটি দেশ চাঁদে তাঁদের মহাকাশযান পাঠাতে পেরেছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন। তবে কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে নভোযান বা ল্যান্ডার নামাতে পারেনি। সেদিক থেকে নয়া রেকর্ডের মুখে দাঁড়িয়ে রয়েছে ISRO।

চাঁদের কক্ষপথে প্রবেশ করে গিয়েছে চন্দ্রযান-৩। আর রাশিয়ার লুনা ২৫ এখনও উৎক্ষেপণ করা হয়নি। তবে জানা যাচ্ছে, খুব দ্রুতই এটি পৌঁছে যেতে পারে চাঁদে। এই আবহে 'হারতে হবে' ভারতকে!

কিন্তু রাশিয়ার তরফে চন্দ্র অভিযানের দিনক্ষণ ঘোষণা হতেই সেই রেকর্ড হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১১ তারিখ উৎক্ষেপণের পর চন্দ্রযান ৩-র আগেই চাঁদের দক্ষিণ মেরুতে লুনা-২৫ পৌঁছে যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

আগামী ১১ অগস্ট মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে রাশিয়ার লুনা ২৫। প্রায় ৫০ বছরের ব্যবধানে ফের চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া। জানা যাচ্ছে, চাঁদের বলয়ে পৌঁছতে রুশ মহাকাশযানটির লাগবে পাঁচদিন। এরপর সেই মহাকাশযান প্রায় ৪ থেকে ৫ দিন চাঁদকে প্রদক্ষীণ করে কক্ষপথে নীচে নামতে থাকবে। এই আবহে মনে করা হচ্ছে, ভারতের চন্দ্রযান ৩-এর কিছু আগেই এটি চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে পারে।

শুক্রবার অর্থাৎ ১১ অগাস্ট চাঁদের দিকে রওনা হবে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের ল্যান্ডার লুনা-২৫। সয়ূজ নামের রকেটে ওই ল্যান্ডারকে পৃথিবীর উপগ্রহে পাঠাচ্ছে মস্কো। রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, মাত্র পাঁচ দিনেই চাঁদের কক্ষপথে ল্যান্ডারকে পৌঁছে দেবে অতিশক্তিশালী ওই রকেট। 

রসকসমস সূত্রে খবর, কক্ষপথে পৌঁছনোর পর চাঁদকে অন্তত পাঁচ থেকে সাতবার প্রদক্ষিণ করবে ওই ল্যান্ডার। এর পর পৃথিবীর উপগ্রহের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে লুনা-২৫। উল্লেখ্য প্রায় পাঁচ দশক পর ফের চন্দ্র অভিযানে নামল মহাকাশে প্রথম নভশ্চর পাঠানো দেশ রাশিয়া।

অন্যদিকে গত ১৪ জুলাই LVM3/M4 রকেটে চাঁদের দক্ষিণ মেরুর দিকে চন্দ্রযান ৩-কে রওনা করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ২২ দিনের মাথায় চাঁদের কক্ষপথে পৌঁছয় ওই নভোযান। এর পর প্রদক্ষিণ করতে করতে ধীরে ধীরে পৃথিবীর উপগ্রহটির আরও কাছে চলে গিয়েছে চন্দ্রযান-৩। মহাশূন্য থেকে চাঁদের একাধিক ছবি তুলেও পাঠিয়েছে ভারতের নভোযান।

 এই ইতিহাস গড়ার পথে রয়েছে ভারত। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, সব ঠিক থাকলে ২৩ অগাস্ট বিকেলের দিকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার 'বিক্রম'। কিন্তু এবারে এই দৌড়ে অংশগ্রহণ করতে চলেছে রাশিয়াও।

ISRO-র ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ অগাস্ট চন্দ্রযান ৩-র প্রপালশান মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। এর পর ২৩ তারিখ চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে ছয় পাওয়ালা ওই যান। অবতরণের পর সেখান থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। যা চাঁদের বুকে ঘুরে ফিরে চালাবে একাধিক পরীক্ষা-নিরীক্ষার কাজ।

ভারতের চন্দ্রযানের আগেই পৌচ্ছে যাবে রাশিয়ার মহাকাশযান? 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী