বিজ্ঞানীদের মিলল বিশালাকার কৃষ্ণগহ্বরের সন্ধান

banner

#Pravati Sangbad Digital Desk:

উন্মোচিত হলো মহাকাশের সেই অন্ধকার রহস্য। দীর্ঘ গবেষণার পর শেষমেশ খোঁজ মিললো পৃথিবীর অত্যন্ত কাছে অবস্থিত কৃষ্ণগহ্বরের। যার আয়তন সূর্যের চেয়ে প্রায় দশগুণ বড়। হাওয়াই দ্বীপপুঞ্জের জেমিন নর্থ টেলিস্কোপে ধরা পড়া এই ব্ল্যাক হোলটি পৃথিবী থেকে মাত্র ১ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। যা রীতিমতো অদ্ভত বিজ্ঞানীদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিজ্ঞানীদের মতে, তাঁরা ব্ল্যাক হোল পর্যবেক্ষণ এর জন্য হাওয়াইয়ের আন্তর্জাতিক জেমিন অবজার্ভেটরিতে দুটি টেলিস্কোপ বসিয়েছিলেন। সেখানেই ধরা পড়ে  এক দৃশ্য। দেখা যায় পৃথিবী ঠিক যেমনভাবে সূর্যের চারিদিকে ঘোরে, ওই নক্ষত্রটিও ঠিক সেভাবেই ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরছে। সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সির ‘রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি’-র মাসিক বিজ্ঞপ্তি থেকে। এ বিষয়ে অ্যাস্ট্রো ফিজিসিস্ট করিম এল বাদরি জানিয়েছেন, “এই সৌরজগতের যেখানে সূর্য অবস্থান করছে সেখানে একটি কৃষ্ণগহ্বরকে রাখুন, সূর্যের কাছাকাছি যেখানে পৃথিবী রয়েছে, সেখানে সূর্যকে রাখা হলে গোটা বিষয়টি জানা সম্ভব হবে। যেখানে এই সৌরব্যবস্থা নিয়ে এর আগে বিভিন্ন দাবি করা হয়েছিল, তা আর কাজে আসবে না।” এছাড়াও জানা গিয়েছে, এই প্রথম ছায়াপথে এই ধরনের একটি অদ্ভত কৃষ্ণগহ্বরের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে, যার আয়তন এবং দূরত্ব ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags: