#Pravati Sangbad Digital Desk:
কয়েক বছর আগের কথা। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধারার চেষ্টায় শেফালি ভার্মা। সিনিয়র দলে নতুন মুখ। মিতালি রাজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর দরজা খোলে শেফালি ভার্মার। ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছিলেন শেফালি। তার আগে আরও অনেক কাহিনি রয়েছে। আজ, বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব ১৯ মহিলা ভারতীয় দলকে সম্বর্ধনা দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরস্কার তুলে দিলেন সচিন তেন্ডুলকার। এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করে মঙ্গলবারই দেশে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরেই রিচা-শেফালিদের জন্য গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের ক্রিকেটের ইতিহাসে যুবদের বিশ্বজয় অবশ্য নতুন কিছু নয়। মহম্মদ কাইফ যে ধারা তৈরি করেছিলেন শেফালি বর্মা সেই ধারাতেই নতুন সংযোজন। তবে এই বিশ্বকাপ জিতে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন হরিয়ানার এই ক্রিকেটার। দু জনেই আইসিসির প্রথম বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে নজির গড়লেন। আর দু জনেই জিতলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। ইতিমধ্যে বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যাকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচা-তিতাস এবং হৃষিতাকে পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য।