Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

স্কুল পড়ুয়াদের সুরক্ষাই মুখ্য,পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ আনছে পরিবহণ দফতর

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

বণিজ্যিক গাড়ির উপর নজরদারি রাখতে সোমবারই ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্কুলের বাস ও পুলকারে উপর নজরদারি রাখতে বিশেষ অ্যাপ আনছে পরিবহণ দফতর। সোমবারই আলিপুরে পার্কিং জোন সম্পান্নর উদ্বোধনের শেষে এ নিয়ে ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী।

সোমবার একথা জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁর কথায়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে অ্যাপটির ব্যবহার করলে অভিভাবকরা সন্তানদের গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। এই নয়া অ্যাপে স্কুল বাস বা পুলকারের গতিবিধি সম্পর্কে সচেতন হওয়া যাবে। পাশাপাশি, যাত্রাপথে স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে মত পরিবহণ দফতরের। 

বেসরকারি স্কুলের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে এই অ্যাপ। অ্যান্ড্রয়েড, অ্যাপেলের মোবাইল ফোন থেকে এই অ্যাপটি ডাউনলোডের সুবিধা মিলবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিভাবকরা।  

পরিবহণ দফতরের এক কর্তার কথায়, জানিয়েছেন, জোর কদমে চলছে অ্যাপ তৈরির কাজ। দ্রুত এই পরিষেবা চালু করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, মাস খানেকের মধ্যে এই অ্যাপটি চালু করা হতে পারে বলেই খবর। 

বিভিন্ন সময় পুলকার ও স্কুলবাস নিয়ে প্রচুর অভিযোগ আসে পরিবহণ দফতরের কাছে। তার পর থেকে এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিল পরিবহণ দফতর। ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের চালু বিষয়ে সিদ্ধান্তের পর এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়। তার পরই পুলকার ও স্কুলগাড়ির জন্য অ্যাপ আনার সিদ্ধান্ত হয়।

এই অ্যাপটির তৈরির ব্যাপারে ইতিমধ্যেই পরিবহণ দফতর উদ্যোগ গ্রহণ করেছে। খুব শীঘ্রই এটি গুগুল প্লে স্টোরে পাওয়া যাবে বলেন পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন প্রযুক্তি
Related News