জলপাইগুড়ি-হাওড়া স্টেশনে ফের পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে

banner

#Pravati Sangbad digital Desk:

রবিবারই জলপাইগুড়ি-হাওড়া স্টেশনে ফের একবার পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। যদিও রেলের তরফে সেই অভিযোগ উড়িয়ে জিয়ে জানানো হয়েছিল যে এই নিয়ে কোনও কেস রেজিস্টার করা হয়নি। আর এরই মধ্যে এবার অভিযোগ উঠল, রবিবার হুল এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে। এই নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রেনের দরজার কাচ ভেঙে পড়ে আছে কামরার মেঝেতে। এরপর ট্রেনটি ফের মালদহে পৌঁছলে ফের পরীক্ষা করেও কিছু পাওয়া যায়নি বলে দাবি আরপিএফের। তবে সি ১১ কোচে যে পাথর ছোঁড়া হয়েছিল, সে বিষয়ে বারবার অভিযোগ করেছেন যাত্রীরা। এ বিষয়ে কাটিহার ডিভিশনের কমান্ডান্ট কমল সিং জানিয়েছেন, ”যাত্রীরা পাথর ছোঁড়ার অভিযোগ করেছেন। আমরা সেই অভিযোগ গুরুত্ব সহকারেই খতিয়ে দেখছি। কিন্তু প্রাথমিকভাবে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসটি পরীক্ষা করে দেখা গিয়েছে, আঘাতের কোনও চিহ্ন নেই। সিসিটিভি ফুটেজ ভালভাবে খতিয়ে দেখা হবে। অভিযোগ পেয়ে সব জায়গায় আরপিএফকে সতর্ক করা হয়েছে।” এদিকে, ফের বন্দে ভারতে ‘হামলা’ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতেও। তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য পাল্টা দুরন্ত এক্সপ্রেসে পাথর বৃষ্টির অভিযোগ তুলেছেন। উত্তর প্রদেশের বারাণসীতে হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কুণাল। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল এদিন বলেন, ‘কলকাতা-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে বারাণসীতে পাথর মারা হচ্ছে। এরও তদন্ত হওয়া প্রয়োজন। বিহারে যেভাবে পাথর মারা হচ্ছে তারও তদন্ত প্রয়োজন।’ রবিবার বোলপুর স্টেশনে হাওডা়মুখী বন্দে ভারত সেমি হাইস্পিড ট্রেন ২ মিনিটের বদলে ১০ মিনিট দাঁড়ানোয় খবর ছড়ায় ফের পাথর হামলা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে। C11 কোচের কয়েকজন যাত্রী দাবি করেন তারা ট্রেনের জানলায় ঢিল পড়ার আওয়াজ শুনেছেন। সেই মতো C11 কোচের জানালার কাচ পরীক্ষা করেন আরপিএফ। জানালায় হালকা স্ক্র্যাশ্চ এবং দাগও দেখতে পাওয়া যায়। যদিও রেলের রিপোর্টে দাবি, C11 কোচের কামরার জানালায় ওই দাগ পাথর ছোড়ার জন্য হয়নি। অতএব তৃতীয়বার পাথর হামলার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে রেল।

সোমবার সকালে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬.৪০ মিনিট নাগাদ হুগলির চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাথরের ঘায়ে ট্রেনের সি-৫ কোচের একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। ট্রেনের বাইরে থেকে কেউ বা কারা পাথর ছোড়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই রেলের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News