গুগল ক্রোম একটি বহুল প্রচলিত ওয়েব ব্রাউজ়ার। আটলাস ভিপিএনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, গুগল ক্রোম ইদানীং সবচেয়ে দুর্বল ওয়েব ব্রাউজ়ারে পরিণত হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত গুগল ক্রোমের প্রায় ৩০৩টি দুর্বলতা নজরে এসেছে।
বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ক্রোমেরও নকল করেছে সাইবার প্রতারকরা। সাবধান!
একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। অবিকল গুগল ক্রোমের মতো দেখতে। আসলে ছদ্মবেশ। গুগল ক্রোম বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলির মধ্যে একটি। ফলে বিশ্বাস করে অনেক ইউজারই ফাঁদে পা দিয়েছেন। ব্যস নিমেষে চুরি হয়ে গিয়েছে পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় নথি।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এই ম্যালওয়্যার। বিশেষ করে যাঁরা অ্যান্ড্রয়েডে গুগল ক্রোম ব্যবহার করেন। এটা ‘রোমিং ম্যান্টিস’-এর সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড এক্সলোডার ম্যালওয়্যারের উন্নত সংস্করণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ইউজার ছাড়াই এটা নিজেকে কার্যকর করতে পারে।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সংক্ষিপ্ত ইউআরএল-সহ এসএমএস থেকে এই ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। ইউআরএলে ক্লিক করলেই ইউজারকে একটি নতুন পেজে নিয়ে যায়। সেখানে অ্যান্ড্রয়েড ইনস্টলেশন ফাইল ডাউনলোড করতে বলে, যা দেখতে নিরীহ মোবাইল অ্যাপের মতোই।
ম্যাকাফি গবেষকরা এই ম্যালওয়্যারের পরিচয় সামনে এনেছেন। ইনস্টলেশনের পর স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। দেখতে অবিকল গুগল ক্রোমের মতো। ইউজারদের ডিফল্ট এসএমএস অ্যাপ্লিকেশন হিসেবে সেট করতে বলে। ইউজার ফাঁদে পা দিলেই পাসওয়ার্ড থেকে ছবি, এমনকী হার্ডওয়্যারের গুরুত্বপূর্ণ বিবরণও ফাঁস হয়ে যায়।
বাঁচার উপায়: ম্যাকাফি এটা গুগলকে জানিয়েছে। তবে ইউজাররা অ্যান্ড্রয়েড ডিভাইসকে সুরক্ষিত রাখতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। এর জন্য গুগল প্লে প্রোটেক্ট অন করতে হবে।
অপরিচিত ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড না করাই উচিত। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। পাশাপাশি অনলাইন গেমিংয়ের সময় স্ক্রিনে পপ আপ করতে থাকা বিভিন্ন ডাউনলোড লিঙ্কের দিকে নজর রাখা উচিত।