Flash news
    No Flash News Today..!!
Monday, May 13, 2024

স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে খুনের হুমকি

banner

#Pravati Sangbad Digital Desk:

শুক্রবার হঠাৎ গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আর বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কে এম হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল বিষ্ণুপুর মিশন হাইস্কুল। আর শুক্রবারে পরীক্ষা শেষ হতে না হতেই কে এম হাই স্কুলের পরীক্ষার্থীরা এসে মিশন হাইস্কুলে ভাঙচুর চালাতে শুরু করে এমনটাই অভিযোগ করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। মিশন হাইস্কুলের তরফে ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান কে এম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব সরকার মহাশয়। এবং এসেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই তিনি তার নিজের স্কুলের পরীক্ষার্থীদের ভাঙচুর করার বিরুদ্ধে দু এক বার ধমক দেন। সাথে দু একজন পরীক্ষার্থীর অ্যডমিট কার্ডের ছবিও তুলে রাখেন নিজের মোবাইলে। আর ছবি তোলাতেই ক্ষেপে ওঠে এক পরীক্ষার্থী এমনটাই জানা যাচ্ছে। শুধু ক্ষেপেই ওঠেনি রাগ প্রকাশ করতে সেই সহকারী প্রধান শিক্ষক মহাশয়কে অকথ্য ভাষায় কিছু গালিগালাজ ও করে সেই পরীক্ষার্থী। আর সাধারণভাবে সহকারী প্রধান শিক্ষক মহাশয় এই বিষয়টি সেই পরীক্ষার্থীর বাবা-মাকেও জানাতে বাধ্য হন টেলিফোনের মাধ্যমে। কিন্তু এ কেমন বাবা-মা? ছাত্রের নামে অভিযোগ জানাতে গেলে টেলিফোনে সহকারী প্রধান শিক্ষককেও খুনের হুমকি দেন তার বাবা-মা। ঘটনায় আতঙ্কিত সহকারী প্রধান শিক্ষক থানার দ্বারস্থ হয়েছেন। শুধু হুমকিতে সীমাবদ্ধ ছিলনা ব্যাপারটি। রাতে ওই সহকারী প্রধান শিক্ষক মহাশয় এর বাড়ির সামনে গিয়ে কিছু ছাত্র গালিগালাজ ও করেন বলেই অভিযোগ জানিয়েছেন তিনি। আর বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News