চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক

banner

#Pravati Sangbad digital Desk:

টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে যে ভাল, সে কথা বলে থাকেন অনেক চিকিৎসক এবং নিউট্রিশনিস্ট। তবে দই যে রূপচর্চাতেও কাজে লাগে সেকথা হয়তো অনেকেই জানেন না।  বিউটিশিয়ানরা বলেন,  চুলের  যত্নে দই-এর ব্যবহার খুবই উপকারী।  জেনে নিন চুলের যত্নে দই কী ভাবে ব্যবহার করবেন-

 দই, লেবু ,মধু-৩ থেকে ৪ চামচ দই এর সাথে লেবুর রস ও মধু ভালো করে মেশান। একটা ঘন পেস্ট বানান। এরপর এটা চুলে লাগান। স্ক্যাল্পেও লাগান।আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন দ্রুত ফল পেতে। না হলে একদিন করলেই  হবে  । চুলকে স্মুথ ও সিল্কি বানাতে ব্যবহার করুন এই প্যাক। এছাড়াও স্ক্যাল্পে যদি খুশকির সমস্যা থাকে, তাও দূর হবে।

মেথি এবং দই- মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন মেথির পেস্ট তৈরি করে তাতে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এই মাস্ক চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

অলিভ অয়েল এবং দই-চুল মজবুত করতে অলিভ অয়েল এবং তুলসী পাতার সঙ্গে দই মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন।

টকদই এবং কারিপাতা-এক মুঠো কারিপাতা গুঁড়ো করে নিন। এই পাতার গুড়োর সাথে এক কাপ টকদই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি চুলে ভালো করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। নতুন চুল গজাতে এই প্যাকটি বেশ কার্যকর।

বেসন ও দই-আধা কাপ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ বেসন মেশান। খুশকি থেকে মুক্তি পেতে এই মাস্কটি মাথার ত্বকে ব্যবহার করুন।  প্যাকটি ১০ মিনিট মাথায় রেখে দিন তারপরে  শ্যাম্পু  দিয়ে ধুয়ে ফেলুন।

গোলমরিচ এবং দই- দই এবং গোলমরিচ মিশিয়ে চুলে ও মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল পড়া কমায়, মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে।

নারকেল তেল এবং দই-নারকেল তেল গরম করে তাতে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে তাতে কিছুটা দই মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বক এবং চুলে ভালো করে লাগান। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

কলা এবং টকদই-অর্ধেকটা পাকা কলা, এক টেবিল চামচ টকদই, তিন চা  চামচ মধু এবং এক চা চামচ লেবুর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুলে লাগান। ২৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন। এই প্যাকটি মাথার তালু পরিষ্কার করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে।

টকদই এবং অ্যালোভেরা জেল   -টক দই, অলিভ অয়েল,অ্যালোভেরা জেল এবং মধু ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।  প্রাণহীন, নির্জীব, রুক্ষ চুলকে নরম, কোমল, এবং ময়োশ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দ্রুত দূর করে দেবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News