বসুর জন্মবার্ষিকীতে একুশটি অনামী দ্বীপের নামকরণ করবে কেন্দ্র

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা, দিল্লি-সহ দেশ জুড়ে নানা অনুষ্ঠান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে থিম করে তৈরি করা কেন্দ্রীয় পূর্তমন্ত্রকের ট্যাবলো জায়গা করে নিয়েছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১২টায় ধর্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ কলকাতার ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করে RSS। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে আরএসএসের প্রধান মোহন ভাগবত আসেন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। মঞ্চে নেতাজির মতাদর্শ সম্পর্কে মন্তব্য রাখেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে থিম করে তৈরি করা কেন্দ্রীয় পূর্তমন্ত্রকের ট্যাবলো জায়গা করে নিয়েছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে।

আজকের দিনে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে একুশটি অনামী দ্বীপের নামকরণ করবে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও দেশের প্রতি তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে।
সুভাষ চন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম সদস্য। ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস-এ নির্বাচিত হন কিন্তু ১৯২১ সালে তিনি পদত্যাগ করেন। কারণ তিনি ব্রিটিশ সরকারের সেবা করতে চাননি। তারপর থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন। নেতাজিকে কে বাগে আনতে পারেননি নেহেরু থেকে গান্ধী, ব্রিটিশ থেকে রাজনীতি। একা সুভাষ নিজেই রচনা করলেন নিজের ইতিহাস। ভাঙলেন না মচকালেন না, শুধু দেখিয়ে দিলেন যে তিনি সুভাষ। পরাধীন দেশে রাজনীতির লক্ষ্য একটাই পূর্ণ স্বাধীনতা। সুভাষ চন্দ্র বোস বুঝতেন স্পষ্ট অবস্থান।মাঝে কোনও পথ থাকতে পারে না বলেই তিনি মনে করতেন। তাই নেতাজী সুভাষচন্দ্র বোসের বীরত্ব শুধুই কর্মে নয় মস্তিষ্কেও। তাই তো গান গেয়ে ওঠে আঠারোরা-সুভাষকে বোঝা শক্ত। কারণ নেতাজী দামাল, দেশের নেতাজী বীর, একটাই সুভাষ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags: