এবার কলকাতাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

banner

#Pravati Sangbad Digital Desk:

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হবে ‘নবদিগন্ত ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’ এলাকায়। ৩৫ লক্ষ বর্গ ফুট জমিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হবে। এই কাজে মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। ৩০ হাজার লোক কাজ পাবে এতে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এশিয়া প্যাসিফিক রিজিওনের সহ-সভাপতি স্কট ওয়াং এবং মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা ও চেয়ারম্যান সুশীল মোহতা গতকাল এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।  মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন এবং মার্লিন গ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে মউটি সাক্ষরিত হয়। জানানো হয়েছে, সল্টলেকের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায় তৈরি হবে এই বাণিজ্যিক সেন্টারটি। ৩৫ লক্ষ বর্গ ফুট জমির উপর তৈরি হবে বিল্ডিং। যার ফলে বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পূর্ব ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (WTC) গড়ার জন্য় কলকাতাকেই বেছে নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালে সরকারে আসার পর থেকেই কলকাতার 'রূপ' বদল করার কথা বলে এসেছেন মমতা। শহরকে লন্ডনের মতো সাজিয়ে তুলতে চেয়েছেন। পাশাপাশি করতে চেয়েছেন শিল্পায়ন। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রের 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' মহানগরে একটি শাখা অফিস খুলতে চলেছে সেই মতো ২১ মার্চ স্বাক্ষরিত হল মউ। উল্লেখ্য, এই নিয়ে ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সপ্তম শাখা খুলছে ভারতে। তবে পূর্ব ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এটাই প্রথম শাখা। এই বাণিজ্য সংস্থা গড়ে উঠলে কলকাতা কী কী সুবিধা পাবে? 
এর ফলে বিশ্বের দরবারে কলকাতার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আন্তর্জাতিক স্তরে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে তিলোত্তমা। বাণিজ্য ক্ষেত্রে আরও উন্নতি ঘটবে। বাড়বে কর্মসংস্থান। রাজ্যের সার্বিক ব্যবসায় রেভিনিউ বৃদ্ধি পাবে। বিদেশি লগ্নিকারীরা লগ্নির ক্ষেত্রে আরও বেশি আগ্রহ দেখাবে। ছোট ও মাঝারি সংস্থাগুলিও উপকৃত হবে। ব্যবসায় আধুনিকীকরণ কীভাবে হবে?
দেশে ও বিদেশে লগ্নি বাড়বে। আন্তর্জাতিক সংস্থার পরামর্শে আরও উন্নতমানের ব্যবসা জন্ম নিতে পারবে। বিশ্ববাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় ডিট্রিবিউশন খরচ কমবে। অত্যাধুনিক মানের প্রশিক্ষণ পাওয়ায় কর্মীদের কাজের ধরনও আরও আধুনিক হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags: