নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল 'সিইল'

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল নির্মাণ হতে যাচ্ছে দুবাইয়ে। যার নাম রাখা হয়েছে 'সিইল'। ৮২ তলাবিশিষ্ট এই হোটেলটির উচ্চতা হবে ৩৬৫ মিটার বা ১ হাজার ১৯৭ দশমিক ৫ ফুট। আল আরাবিয়া'র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হোটেলটির নাম রাখা হয়েছে সিইল। আগামী ২০২৪ সালের প্রথম মার্চের মধ্যেই হোটেলটির নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ফার্স্ট গ্রুপ। সিইলের নকশা প্রস্তুত করেছে দুবাইয়ের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্টান এনওআরআর। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলটিতে মোট ১ হাজার ৪২টি গেস্টরুম থাকবে এবং স্যুইট থাকবে ১৫০টি। অতিথিরা যেন হোটেল ভবন থেকেই দুবাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন- সেজন্য হোটেলটির ৮১ তলায় একটি ডেক থাকবে। এই ডেক থেকে দুবাইয়ের দিগন্ত রেখা, দুবাইয়ের সংলগ্ন কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ ও আরব সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিথিরা।
এছাড়া হোটেলটির ৭৬ তলায় একটি পানশালা ও ছাদে একটি সুইমিং পুলও থাকবে। বর্তমানে দুবাইয়ের সবচেয়ে দীর্ঘ হোটেলটির নাম 'গেভোরা হোটেল'। একইসঙ্গে এটি বিশ্বের দীর্ঘতম হোটেলও। গেভোরা হোটেলের উচ্চতা ৩৫৫ মিটার। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনও দুবাইয়ে অবস্থিত। যার নাম 'বুর্জ খলিফা'। ভবনটির মোট উচ্চতা ৮২৯.৮ মিটার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags: