A নামের অক্ষরের মানুষেরা কেমন হয়

banner

#Pravati Sangbad digital Desk:

জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যায় বিভিন্ন অক্ষরের নিজস্ব গুরুত্ব রয়েছে। নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব, চরিত্র এবং ভবিষ্যত সম্পর্কে আভাস পাওয়া যায়। হস্তরেখা বিদ্যায় প্রতিটি শব্দের আলাদা আলাদা গুরুত্বের কথা বলা হয়েছে। জেনে নিন A দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তিদের স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয়। 

শেকসপিয়ার বলে গিয়েছেন যে নামে কীই বা আসে যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে তাঁর বক্তব্যের সঙ্গে সহমত নয়। Name Astrology অনুসারে আমাদের নামের আদ্যক্ষর আমাদের চরিত্র ও মানসিকতা সম্পর্কে অনেক কিছু জানায়। কোন অক্ষর দিয়ে নাম শুরু, তা বিচার করে সেই মানুষটি সম্পর্কে অনেক কিছু জানতে পারি আমরা। আজ আমরা আলোচনা করব, A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা ঠিক কেমন ধরনের মানুষ হন।

১| ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ A। অত্যন্ত শক্তিশালী এই বর্ণ। যাঁদের নাম A দিয়ে শুরু, তাঁরা গোটা পৃথিবীতে নিজেদের দক্ষতা দিয়ে সাড়া জাগানোর ক্ষমতা রাখেন। এঁরা সাধারণত প্রভাবশালী হন এবং যে কোনও পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। এঁরা সাহসী। আবার অন্যদিকে অন্যের সমালোচনা করে দমিয়ে রাখতে পছন্দ করেন। সংখ্যাতত্ত্ব বলে অ বা আ বা A দিয়ে যাদের নাম শুরু তাদের ব্যক্তিত্ব অত্যন্ত প্রখর হয়।

২। এই আদ্যক্ষর যুক্ত ব্যক্তিরা হন স্পষ্টবাদী। তারা অন্যায় টিকে অন্যায় বলতে দ্বিধা করেন না। কারোর কাজের সমালোচনা করতে হলে সেটি ও সামনাসামনি করেন। লোকের পিছনে কিছু বলেন না।

৩। এরা সমস্ত কাজ যুক্তি বুদ্ধি দিয়ে করে।

৪। এদের মধ্যে শিল্প প্রতিভা থাকে। অভিনয় ,অঙ্কনে এরা বিশেষ পারদর্শী হয়।

৫। রোমান্টিক চরিত্রের হয়ে থাকে এই সকল ব্যক্তিরা। তবে এদের প্রথম দিককার প্রেমগুলো হয় একতরফা।

৬। এরা ভীষণ সাহসী’ হয়। সেই সঙ্গে অনেক নমনীয়। তাই খুব সহজে অপরের যুক্তিবাদী মতামতকে খুব সহজে গ্রহণ করেন। একই সঙ্গে কাউকে সন্মানিত এবং প্রয়োজনে নিজেকে পরিবর্তিত করেন। বিশেষ ভাবে উচ্চাকাঙ্খী এবং মুক্ত চিন্তা ও মুক্ত মনের অধিকারী। বিভিন্ন সাহসী কাজকর্মে এরা এগিয়ে যায়, সাহসিকতা প্রদর্শন করতে গিয়ে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হয়

৭। শিক্ষকতা, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে এরা সফল হবে।

৮।এরা প্রখর ব্যক্তিত্বের হয় তাই এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি ক্ষমতা থাকে। এরা নেতৃত্ব দিতে পছন্দ করেন। ও জীবনের সব ক্ষেত্রে এরা নেতৃত্ব দিয়ে থাকেন। এদের কথায় অন্যরা খুব সহজেই প্রভাবিত হয়।

৯। এদের সাহসী মনোভাব ও লড়াকু মানসিকতার কারণে রাজনৈতিক ক্ষেত্রে এরা সফল হয়ে থাকে।

১০। উন্নত ব্যক্তিত্বের জন্য রাজনৈতিক ক্ষেত্র ছাড়া চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও এরা এগিয়ে থাকে। এদের ব্যক্তিত্ব আকর্ষক হয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News