এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো, কবে? দিনক্ষণ ঘোষণা রেলমন্ত্রীর

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

অগ্রগতির দিকে আরো এক ধাপ এগোলো দেশ৷ বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার দেশে চলবে বন্দে ভারত মেট্রো৷ সেমি হাই-স্পিড বন্দে ভারতের সাফল্যের পর বন্দে ভারত মেট্রো নিয়ে আলোচনা শুরু করেছে রেল৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷

প্রতিদিন দেশের প্রায় লক্ষাধিক মানুষের কাছে সফরের অন্যতম ভরসা ভারতীয় রেলপথ। অত্যন্ত অল্প খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে এই রেলপথের বিকল্প নেই। ফলে দেশের অধিকাংশ মানুষই রেলের মাধ্যমে যাতায়াত বেছে নেন। 

এদিকে, দেশের রেল পরিষেবাকে উন্নত করতে বিগত কয়েক বছরে প্রায়ই নানা পরিকল্পনা নিয়ে চলেছে রেল কর্তৃপক্ষ।

যাত্রী সাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের রেল পরিষেবাকে উন্নত করতে প্রায়ই নিত্য নতুন পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল। সেই উদ্যোগের মধ্যেই অন্যতম, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। 

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, খুব শীঘ্রই দেশে চালু করা হবে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সেই ঘোষণা অনুযায়ীই দেশে ইতিমধ্যেই চালু হয়েছে এই ট্রেন। এই ট্রেনই হল ভারতের এখন সবচেয়ে দ্রুতগামী ট্রেন। ইতিমধ্যেই দেশে ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটছে, আগামী দিনে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে বলে জানানো হয়েছে। 

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে যখন ভারতীয়দের মধ্যে উত্‍সাহ ও কৌতূহল চোখে পড়ার মতো সেই সময় আবার বন্দে মেট্রো ট্রেন চালু করার ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক প্রকার দিনক্ষণও জানিয়ে দিলেন। বন্দে মেট্রো ট্রেন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি এবং জানিয়েছেন ১৯৫০-৬০ সময়কালের ডিজাইন বদলে যাবে। রেলমন্ত্রী নিজে জানিয়েছেন, বন্দে মেট্রো ট্রেনের নকশার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের মে অথবা জুন মাসের মধ্যেই নকশার এই কাজ শেষ হয়ে যাবে এবং তারপর খুব তাড়াতাড়ি ভারতে চলে আসবে বন্দে মেট্রো ট্রেন। 

বন্দেভারত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। জন্মলগ্ন থেকেই এই ট্রেনটি জনপ্রিয়তা পেয়েছে৷ রেলের তরফে এটিকে আপগ্রেড করার ফলে এই ট্রেন আরও আধুনিক হয়ে উঠেছে। এই ট্রেনের ব্যাপক সাফল্যের পর এবার মেট্রো পরিষেবাতেও বন্দে ভারত পরিষেবা চালু করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

রেলের পরিকল্পনা মাফিক বন্দে মেট্রো ট্রেনের পরিষেবা শুরু হলে লেখা হবে ভারতীয় রেলের এক অন্যতম সাফল্যের কাহিনি। 

পাশাপাশি বন্দে মেট্রো এক্সপ্রেস ট্রেন চালু করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির দিকে। যে কারণে এর ভাড়া একেবারেই ন্যূনতম রাখা হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন অনুযায়ী এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে মেট্রো ট্রেন ভারতে চালু হলে রেলের পরিষেবায় আরও এক যুগান্তকারী পরিবর্তন আসবে তা নিয়ে কোন দ্বিধা নেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole