চুলের যত্নে ডিমের ৬ টি কার্যকরী হেয়ার প্যাক

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

চুলের যত্নে ডিমের উপকারিতা সকলেরই জানা। ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম। রুক্ষ চুল সিল্কি করতে, ঘন করতে দুটোই দারুণ উপকারী। জেনে নিন ডিমের কিছু ঘরোয়া প্যাক।

অ্যালোভেরা এবং ডিম

২টো ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে লাগান। এক ঘণ্টা পরে ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। তারপর কন্ডিশনার লাগান। এই হেয়ার মাস্ক চুল এবং মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

 নারকেল তেল এবং ডিম

একটি পাত্রে গোটা ডিম নিন। তার মধ্যে এক টেবিল চামচ নারকেল তেল মেশাতে হবে। দুটি উপাদান ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিন। আপনার হেয়ার প্যাক তৈরি। এটি স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

নারকেল তেলে যথেষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে। যা আপনার চুল কন্ডিশনিং করতে সাহায্য করে। তাই সহজেই চুল শুষ্ক হয়ে ভেঙে যায় না। এছাড়া চুল নরম রাখে। প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়।

পেঁয়াজের রস এবং ডিম

১ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২টো গোটা ডিম ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। এই হেয়ার প্যাক চুলের বৃদ্ধিতে দারুণ কার্যকর।

কলা এবং ডিম

১টি পাকা কলা চটকে নিয়ে তার সঙ্গে ১টা পুরো ডিম ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভালো করে। এই হেয়ার প্যাকটি পুরো চুল ও মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। এই প্যাক চুলের শুষ্ক ভাব দূর করে, চুল মজবুত করে ও স্ক্যাল্পে পুষ্টি জোগায়।

 ডিম এবং মধু 

একটি পাত্রে ২ টি ডিম ফাটিয়ে নিন। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এতে ১ চামচ মধু ভালো করে মিশিয়ে দিন। চুলে, স্ক্যাল্পে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর ধুয়ে ফেলুন এবং শ্যাম্পু করে নিন। দেখবেন, একমাসে আপনার চুল পড়া  একদমই কমে যাবে।

চুল ভালো রাখার জন্য ডিম ও মধু খুবই কাজে আসে।চুল পরা কমাতে ও চুলকে সিল্কি, শাইনি করে তুলতে ডিমের এই  হেয়ার প্যাকের কিন্তু জুড়ি নেই।

হেনা এবং ডিম

২ টেবিল চামচ মেথি বীজ জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। পর দিন সকালে মেথি বীজ পিষে নিয়ে, এর সঙ্গে ১ কাপ খাঁটি হেনা পাউডার ও ১টি ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। এই মাস্কটি চুলের বৃদ্ধির পাশাপাশি খুশকি ও চুল পড়া রোধ করে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News