ইউক্রেন রাশিয়া যুদ্ধে জের এবার বাঙালির পাতে, ভাঁড়ারে গমের টান

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব এবার ভারতবাসীর পাতে। বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ১০ মাসে পা দিয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই যুদ্ধের ফলে ভারত সরকার খোলা বাজারে গম এবং চাল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যা এখনও প্রত্যাহার করা হয়নি। আর ঠিক সেই কারণেই এবার সমস্যায় পড়েছে রেশন ডিলাররা। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রী পীযুষ গোয়েলকে এই অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। 

তাদের দাবি, অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, নাহলে ভারতের সাধারণ মানুষ সমস্যায় পড়বে। সূত্রের খবর, কেন্দ্রের অধীনে এখনও পর্যন্ত ১৫৯ লক্ষ টন গম এবং প্রায় ১১০ লক্ষ টনের কাছাকাছি চাল মজুত রয়েছে। যা গোটা ভারতবাসীর জন্য যথেষ্ট। উল্লেখ্য, রাজস্থান গুজরাটের মতো রাজ্যে বেশিরভাগ মানুষ রুটি পছন্দ করেন। সেক্ষেত্রে এ রাজ্যের সব থেকে বেশি রুটির চল রয়েছে শীতকালে। যদিও বছরের অন্যান্য সময় যে রুটির ব্যবহার হয়না তা বলা ভুল। কিন্তু খাদ্যের বরাদ্দ কমিয়ে দেওয়া হলে সমস্যার মুখে পড়বেন সাধারণ মানুষ। এই অভিযোগ তুলেই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে রেশন ডিলাররা। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News