পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

banner

#Pravati Sangbad Digital Desk:

ইউক্রেনের যুদ্ধাপরাধ সংগঠিত করার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদ্মির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলো ইন্টার-ন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অথবা আই সি সি। ইউক্রেনে কোন ধরনের যুদ্ধপরাধ চালানোর অভিযোগ শুরু থেকে অস্বীকার করেছে রাশিয়া। সাধারণ নাগরিক বিশেষত মহিলা এবং শিশুদের জোর করে রুশ ভূখণ্ডে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুতিনের সেনার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত।


ক্রেমলিনের অবশ্য দাবি তাঁরা আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার মানেই না। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্তের অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই। প্রসঙ্গত ইউক্রেনে এক বছরের বেশি সময় ধরে লড়াই করছে রুশ সেনারা, এই সময়ে তাঁদের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ উঠলেও মস্কো-তা অস্বীকার করেছে। শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভুখন্ড থেকে লোকজনকে রাশিয়ায় বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে পুতিনের গ্রেফতারের পরোয়ানা জারি করেছে আই সি সি। আন্তর্জাতিক এই আদালত একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক সেরেনভা লভাভো বেলোয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News