যে রোগে আক্রান্ত হয়ে পেলে মারা গেলেন তার কিছু লক্ষণ

banner

#Pravati Sangbad digital Desk:

গতকাল ই দেহাবসান হয়েছে ফুটবল সম্রাট পেলে এর।ফুটবল দুনিয়ায় আচমকা এই নক্ষএ পতন এখনো মেনে নিতে পারছেন না ফুটবল অনুরাগী রা।বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মারাদোনার মৃত্যুর শোক কাটাতে না কাটতেই এই মৃত্যু সংবাদ এ শোকস্তব্ধ ফুটবল দুনিয়া।কি হয়েছিল পেলে এর? কোন রোগে আক্রান্ত হয়ে পেলে চলে গেলেন তারা দের দেশে? জেনে নিন সেই রোগের কিছু উপসর্গ।

২০২১ সালে অপারেশন এর মাধ্যমে পেলে এর শরীর থেকে টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এর অনেক আগে থেকেই পেলে কোলন ক্যান্সার এ ভুগছিলেন।বহুদিন ধরে চলছিল তার কেমো পরবর্তী চিকিৎসা।সম্প্রতি আবার তিনি হাসপাতাল এ ভর্তি হয়েছিলেন।তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন,এমনটাই জানিয়েছিলেন ডাক্তার এরা।তবে শেষ পর্যন্ত সব লড়াই ,শারীরিক কষ্ট ত্যাগ করে পেলে পাড়ি দিলেন না ফেরার দেশে।

তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।যার চিকিৎসা খুব একটা সহজ নয়।কি কি উপসর্গ দেখা যায় এই মারণ রোগে ?? জেনে নিন

১: হটাৎ করে ওজন কমে যাওয়া,আচমকা বমি বমি ভাব ,গা গুলিয়ে ওঠা কোলন ক্যান্সারের অন্যতম লক্ষণ।

২: মলত্যাগের অভ্যাস ও ধরনের ওপর লক্ষ্য রাখতে হবে। দিনে কতবার মলত্যাগ হচ্ছে বা মলত্যাগের ধরন আচমকা পাল্টে যাচ্ছে কিনা নজরে রাখতে হবে।

৩: মল যদি সরু ফিতার মত আকারে বের হয় ,তাহলে সতর্কতা জরুরী।

৪: মলত্যাগের সময় মলদ্বারে যন্ত্রণা হচ্ছে কিনা লক্ষ্য রাখুন।বা মলত্যাগের পরেও ভেতরে মল রয়ে যাচ্ছে অনুভূতি হতে পারে।কোষ্ঠকাঠিন্যের সঙ্গে ডায়ারিয়া হচ্ছে কিনা নজরে রাখুন।

৫: মলদ্বার থেকে রক্তপাত হচ্ছে কিনা লক্ষ লাখুন।মলদ্বার থেকে অনেক সময় অর্শের কারণে রক্তপাত হয়।তবে অর্সের কারণে রক্তপাত হলে তার রং লাল হয়।আর কোলন কান্সেরের কারণে রক্তপাত হলে রক্তের রং হয় কালচে লাল।

৬: রক্তাল্পতা দেখা যায়।শরীরে ক্লান্তি থাকে।

এই সমস্ত উপসর্গ গুলি লক্ষ্য করলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন।সবক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা না থাকলেও সতর্ক থাকুন।।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News