বর্ষশেষে রেকর্ড গরম,৫০ বছর এর রেকর্ড ভেঙে গরম বঙ্গে

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

মরশুমের শুরু থেকে গোটা রাজ্যে ভালই ছিল শীতের আমেজ। অক্টোবরের শেষ লগ্ন থেকেই ঠান্ডার আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু, ডিসেম্বর পড়তেই ঘুরতে থাকে খেলা। বড়দিনের আগে থেকে ধীরে ধীরে উধাও হয়েছিল শীতের আমেজ।

শীতের বড়দিনে গরমের দাপটে মন খারাপ হয়েছিল শীতপ্রেমীদের। ডিসেম্বরের ২৭ তারিখেও তাপমাত্রার পারা রইল ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে আজই এই শীতে সবচেয়ে গরম দিন। গত ৫০ বছরে ডিসেম্বর মাসে এই গরম পড়েনি যা আজকের দিনে পড়েছে।

গত ৫০ বছরে ডিসেম্বর মাসে রেকর্ড গরম পরল কলকাতায়। তবে বঙ্গোপসাগরে যে বিপরীতমুখো আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা দুর্বল হয়ে গিয়েছে ফলে বুধবার রাত থেকেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে এ রাজ্যে । আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান।

মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমকে জানান আগামী দু'দিনের মধ্যে বঙ্গে নিম্নমুখী তাপমাত্রা ৬ ডিগ্রির কাছাকাছি কমে যাবে ফলে বর্ষবরণের রাতে কলকাতা সহ বঙ্গে শীত অনুভব হবে ইতিমধ্যে উত্তরপ্রদেশে দিল্লিতে শীত জানান দিচ্ছে। ফলে বঙ্গতেও তার রেশ এসে পড়বে আগামী দুদিনের মধ্যে। গনেশ বাবুর মন্তব্য, এই সিজনের সবচেয়ে গরম শীতের দিন ছিল আজ । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ । গত ৫০ বছরের ১৫ই ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিন। 

একটি যে খুব স্ট্রং সাউথ স্টিল উইন্ড আমাদের রিজিনে ঢুকছিল বে অফ বেঙ্গলে, একটি বড় হাইপ্রেসার জন ছিল ।আস্তে আস্তে এটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। আগামীকাল থেকে আমাদের রিজেন নর্থ ইস্ট উইন্ড ডমিনেট করবে ।ফলে কাল থেকে টেম্পারেচার নিম্নমুখী হবে আগামী দুই তিন দিনের মধ্যে।এখন এই মুহূর্তে যা টেম্পারেচার থাকার কথা আমাদের এইখানে তার থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি চলছে।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আমাদের রিজিয়নে চার থেকে ছয় ডিগ্রি কমবে । কলকাতাতে(Kolkata) আজ আছে ২০.৭ ডিগ্রী। সেটা কমে ১৪ ডিগ্রি ১৫ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে ।অর্থাত্‍ তিন থেকে চার দিন ছোট্ট কিন্তু ভালো ঠান্ডা স্পেল আমরা পাব। সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল দুই জেলাতেই। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমাদের রাজ্যে। নরমালি ড্রাই ওয়েদার থাকবে ।সকালের দিকে হালকা কুয়াশা(Fog)থাকবে। বড় ধরনের কোন কুয়াশা নেই।দিল্লি আর ইউপিতে অনেকটাই টেম্পারেচার ফল করেছে। আর তার ইম্প্যাক্ট টা কিছুটা আমাদের রাজ্য দেখতে পাওয়া যাবে। কলকাতার ক্ষেত্রে ঠান্ডা থাকে ১৫ ডিসেম্বর দিয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত। সে অনুযায়ী অন্য ডিসেম্বর দিয়ে টেম্পারেচারটা দেখলে আজকে সর্বোচ্চ হাইয়েস্ট টেম্পারেচার । কালকে কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮° কাছাকাছি পৌঁছে যাবে। টেম্পারেচার কমতে কমতে ১৪ ডিগ্রির কাছাকাছি গিয়ে দাঁড়াবে । আর দিনের তাপমাত্রা কমে গিয়ে ২৬ডিগ্রির এর কাছাকাছি এসে দাঁড়াবে বলে জানান গণেশ বাবু।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News