ক্রমাগত বৃষ্টির পরেও নামলো না তাপমাত্রার পারদ

banner

#Pravati Sangbad Digital Desk:

মার্চের শুরু মানেই গ্রীষ্মের আগমন।আর আজ 28 ফেব্রুয়ারি। মাস শেষ, আজকের দিনে তাপমাত্রা পারদ উচ্চস্তরে থাকলেও রাজ্যের কিছু কিছু জেলায় কয়েক দিন ধরেও চলছে নাগারে বৃষ্টি। তবে বৃষ্টির কবলে পড়েও তাপমাত্রার কোন পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত, আজ ২৮ শে ফেব্রুয়ারি আজকের দিনে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও কিন্তু দিনের মাঝে তাপমাত্রার পারদ পৌঁছেছে উচ্চ স্তরে। তবে গতকাল অর্থাৎ সোমবার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি না হলেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হয়েছে তবে তার পরিমাণ যদিও খুব সামান্য কিন্তু তারপরেও তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুধু তাই নয় চলতি সপ্তাহেও তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাতাসে বিগত কয়েকদিন ধরেই আর্দ্রতা বৃদ্ধির কারণে সেখানেও বেড়েছে ভ্যাপসা গরম। আর আজ কলকাতার তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে কলকাতা তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাহলে বোঝাই যাচ্ছে তাপমাত্রার পারদ কতটা উঠবে। তাই শীতের শেষে এবং মার্চের শুরুতেই হাওয়া অফিস জানিয়ে দিল আগামী কয়েকদিনের তাপমাত্রা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News