ইন্টার্ভিউ টেবিলের ওপরে সিসি টিভি ক্যামেরা, স্বচ্ছ বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার স্বচ্ছ ভাবে শুরু হল রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই তাঁদের ডেকে পাঠানো হয়েছে ইন্টার্ভিউ-র জন্য। গতকাল থেকে শুরুও হয়ে গিয়েছে ইন্টার্ভিউ। প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারের কথাই, “আমরা স্বচ্ছতা  বজায় রেখেই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছি। শুধু ইন্টার্ভিউ নয় তার আগেও পরীক্ষার্থীদের যাবতীয় তথ্য যাচাই করে দেখা হচ্ছে”।

উল্লেখ্য, পর্ষদের দফতরে যেখানে ইন্টার্ভিউ নেওয়া হচ্ছে, সেখানে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। হলে মোট পাঁচটি টেবিল রয়েছে, প্রতিটি টেবিলে পাঁচ জন করে পরীক্ষক রয়েছেন। সেই সাথে ২০০ জন পরীক্ষার্থীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০০ জনকে সময় দেওয়া হয়েছে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং পরবর্তী পর্যায়ে সময় দেওয়া হয়েছে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। সেই সাথে তাঁদের সমস্ত গতিবিধি এবং  প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন যাবতীয় তথ্য রেকর্ড থাকবে পর্ষদের কাছে।

উল্লেখ্য, রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কাঠগড়ায় দাঁড়িয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর থেকেই একের পর এক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রকাশিত হয়েছে যোগ্য প্রার্থীদের তালিকা। তাই আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর তাতে খুশি চাকরি প্রার্থীরাও।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News