শেষমেষ ইতি পরল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়

banner

#Pravati Sangbad Digital Desk::

বন্ধ হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজেকেএওয়াই)। দেশের ৮০ কোটি মানুষ আর প্রতি মাসে বিনামূল্যে ৫ কিলোগ্রাম গম পাবেন না। প্রায় দু’ বছর ধরে চলা এই প্রকল্পকে আর দীর্ঘায়িত করতে চায় না কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, দেশের দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের মানুষের মধ্যে জনপ্রিয় এই প্রকল্প শুরু হয় ২০২০ সালে।

করোনা আবহে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা ছিল ‘আত্মনির্ভর ভারত’ -এর অন্তর্গত একটি প্রকল্প যা অভিবাসী এবং দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করত।

 সম্প্রতি মোদী মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিসেম্বরেই শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ।সোমবার এই মর্মে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গণ বণ্টন দফতর।তবে গরিব মানুষদের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে বিনামূল্যে রেশন যেমন দেওয়া হত, সেটা চলবে বলে জানিয়েছে কেন্দ্র।

সাম্প্রতি  এই সংক্রান্ত বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘আমরা সবাই জানি, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি চাল দেয় ৩ টাকায়। ১ কেজি গম পাওয়া যায় ২ টাকায়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এ বার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্ররা চাল এবং গম বিনামূল্যে পাবেন। ৮১.৩৫ কোটি মানুষ এই সুবিধা পাবেন। আর যাঁরা অন্নদাতা যোজনার অধীনে ৩৫ কেজি (২১ কেজি চাল এবং ১৪ কেজি গম) পেতেন, তাঁরা এটা বিনামূল্যেই পাবেন। বাকিরা বিনামূল্যে ৫ কেজি করে শস্য পাবেন। খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্র এখন প্রায় ২ লক্ষ কোটি টাকার বোঝা বহন করবে।’’ তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এ বার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

অন্যদিকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশে দরিদ্র মানুষদের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। 

এ নিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ এবং রেশন ডিলারস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘করোনা আবহে গত আড়াই বছর যাবত কেন্দ্রীয় সরকার যে সুবিধা দিত, তা বন্ধ করে দিয়ে দেশের ৮০ কোটি মানুষকে নতুন বছরের উপহার দিল মোদী সরকার।’’ তাঁর সংযোজন, ২ লক্ষ কোটি টাকার ভর্তুকি দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী গয়াল ঘোষণা করলেও আদতে ১ লক্ষ ৭০ কোটি টাকা বাঁচিয়ে নিয়েছেন এই বিনামূল্যে প্রকল্প বন্ধ করে দিয়ে। তাই আমদের দাবি, বিনামূল্যে যে রেশন প্রকল্প চলছে তা চলুক। পাশাপাশি করোনা আবহে শুরু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পও চলতে থাকুক। কারণ, করোনা এখনও শেষ হয়নি। নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে।’’

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News