ক্ষমতাবানই রাজা! ফলে ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশার যমজ সন্তান নিয়ে হইচই হওয়াই স্বাভাবিক। তাই হল। খুদে ছেলে-মেয়ে কোলে নিয়ে ইশার ভারত আগমনে এলাহি কাণ্ড শুরু হয়েছে। এদিন তাঁকে অভ্যর্থনা জানাতে মুম্বই বিমান বন্দরে হাজির ছিল আম্বানি পরিবার। নতুন মা-কে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয় আম্বানিদের বাড়িও। শোনা যাচ্ছে, যমজ নাতি-নাতনির খুশিতে বিভিন্ন মন্দিরে ৩০০ কেজি সোনা দান করবেন মুকেশ। এছাড়াও দেশের সবচেয়ে বড় মন্দিরগুলিতে পুজো দেওয়া হবে। সেই প্রসাদ খাওয়ানো হবে নতুন খুদেদের।
ইশা আম্বানি কোন বলিউড তারকার নাম নয় বরং বাবার জন্যই আজ এত পরিচিতি ঈশার। তিনি হলেন ধনকবের মুকেশ আম্বানির কন্যা। বিয়েতে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইশার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বলিউডের সমস্ত তারকারা উপস্থিত ছিলেন তার বিয়েতে। এবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইশা।
একজন ছেলে ও একজন মেয়ে। তাদের কোলে নিয়ে বিমানবন্দরে আসতেই রীতিমতো হুলস্থুল কান্ড পড়ে গিয়েছে মুম্বাই বিমানবন্দরে। এখানে হাজির ছিলেন গোটা আম্বানি পরিবারের সদস্যরা। এদিন নতুন মা এবং তার ছোট্ট শিশুদেরকে অভ্যর্থনা জানিয়ে এন্তেলিয়াতে তোলা হয়।
ভগবানের নামেই এই দুজন শিশুর নাম রাখা হয়। আদিয়া মা দুর্গার অপর নাম আর কৃষ্ণ হিন্দু ধর্মের অতি পরিচিত দেবতা। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির জন্যই এমন নামকরণ করা হয়েছে আম্বানির নাতি-নাতনিদের। সন্তানদের জন্মের একমাস পরেই ইশা দেশে ফিরেন। কাতার থেকে বিশেষ বিমান চলে যায় লস এঞ্জেলেসে। সেখানে মা এবং তার দুই শিশু অপেক্ষা করছিলেন দাদুর বাড়িতে আসার জন্য।
কাতার থেকে আম্বানিদের বিশেষ বিমান উড়ে যায় লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে, কৃষ্ণ ও আদিয়াকে দেশে ফেরানোর জন্য । সেই মতোই তারা এদিন মায়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে নামে। লম্বা যাত্রাপথে সদ্যোজাতদের নিরাপত্তা নিয়ে কোনও কসুর করেনি আম্বানিরা। সংবাদে প্রকাশ, বিমান যাত্রায় ইশা সাহায্য করতে, দুই শিশুর যত্ন নিতে চারজন আয়া ছিলেন। এছাড়াও সঙ্গী ছিলেন আমেরিকার অন্যতম সেরা চাইল্ড স্পেশালিস্ট ডাঃ গিবসন।
আম্বানি পরিবারের নতুন অতিথি বলে কথা। জানা গিয়েছে, ছোটদের যাতে সুবিধা হয় সেই মতো করে বিএমডাব্লুর সিটের ডিজাইন করা হয়েছে। দুই খুদের পোশাক নিয়েও সতর্ক ইশা। পোশাক আসছে ডলস অ্যান্ড গাব্বানা, গুচি এবং লোরো পিয়ানার মতো বিশ্ব-বিখ্যাত সংস্থাগুলি থেকে। উল্লেখ্য, ২০১৮ সালের ১২ ডিসেম্বর শিল্পপতি অজয় ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইশা আম্বানি।