জি২০ সম্মেলনের প্রতীক চিহ্ন নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

banner

#Pravati Sangbad digital Desk:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা জি২০ সম্মেলন সংক্রান্ত সর্বদল বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি  মুখ খুললেন  ভারতে জি২০ সম্মেলনের প্রতীক চিহ্নটি নিয়ে। একটি পদ্মফুলের ছবি সম্বলিত জি২০-র নতুন প্রতীকটির সম্প্রতি প্রকাশ করেছেন মোদী। কেন বাঘ ও ময়ূরের প্রতীক ব্যবহার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 গতকাল দিল্লি যাওয়ার আগে  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০র লোগোতে পদ্ম চিহ্নের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের  মধ্যে  একাংশ। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,'এ কথা ঠিকই পদ্ম আমাদের জাতীয় ফুল। কিন্তু জাতীয় কোনও চিহ্ন ব্যবহার করতে তো বাঘ, ময়ূর বা অন্য কিছুও ব্যবহার করা যেত। কিন্তু বিজেপির চিহ্ন পদ্ম, যা কিনা আমাদের দেশের জাতীয় ফুলও বটে, তার ব্যবহার নিয়ে অন্যরা প্রশ্ন তুলতেই পারেন। আমি তুলছি না। কিন্তু আমাকেও নানা মহলের প্রশ্নের উত্তর দিতে হয়। এরকম কেউ প্রশ্ন করতেই পারেন।আমি আগেই দেখেছি, জি-২০ লোগোতে পদ্মের ব্যবহার, আমরা প্রশ্ন তুলিনি। কারণ দেশের কথা বাইরে গেলে, তা ভাল লাগে না। কিন্তু আমি না কথা তুললেও অন্য কেউ তো তুলতেই পারেন,'

 আগামী বছর জি-২০ সম্মেলনের আয়োজক  এবার  আমাদের  দেশ। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে গতকাল দিল্লিতে   যান  মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে রাষ্ট্রপতি ভবনে, যার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। রাজধনীতে রওনা হওয়ার আগে বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানালেন, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের তেমন সম্ভাবনা নেই। 


 প্রসঙ্গত , ৮ নভেম্বর ভারতের জি-২০ সভাপতিত্বের লোগো, থিম এবং ওয়েবসাইটের উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   এই প্রসঙ্গে  প্রসঙ্গে প্রধানমন্ত্রী  বলেছিলেন , “আমাদের জি২০ সভাপতিত্বের লোগো, থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং সর্বাধিক অগ্রাধিকারকে প্রতিফলিত করবে।” প্রায় ১ বছর এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতি হিসেবে থাকবে ভারত। গোটা দেশ জুড়ে, ৩২টি বিভিন্ন ক্ষেত্রে ২০০টি সভার আয়োজন করা হবে। ২০২৩ সালের নভেম্বরে জি-২০’র বার্ষিক শীর্ষ সম্মেলেন হওয়ার কথা। এটাই ভারতের বুকে সবথেকে বড় আন্তর্জাতিক সভা হতে চলেছে।ভারতের জি-২০ সভাপতিত্বের যে লোগো  প্রকাশ করা  হয়েছিল , তাতে সাত পাপড়ির এক পদ্মফুলের ছবি রয়েছে। পদ্মফুল ভারতের জাতীয় পুষ্প। জি-২০ সভাপতিত্বের লোগোতে পদ্মের উপস্থিতি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, সম্পদের প্রতিনিধিত্বকারী বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

 এরপরই   আগামী বছরের দিল্লিতে অনুষ্ঠিত  এই জি20 শীর্ষ সম্মেলনের  লোগোতে পদ্ম ফুল ব্যবহার  নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ বাঁধে । কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন যে এটি 'বিস্ময়কর' যে পদ্ম, যা ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতীক, জি20 লোগোর অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে ! যদিও কংগ্রেসের এই বিরোধিতার জবাব দিয়ে বিজেপি বলছে, 1950 সালে পদ্মকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছে । কেন্দ্রের শাসক দল এই প্রতীক তার আগে থেকেই ব্যবহার করছে ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News