রোনাল্ডোই সর্বকালের সেরা : কোহলি

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন পর্তুগাল। সেই সঙ্গে শেষ হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্নও। রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে শেষ মুহূর্তে মাঠে নামিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে পর্তুগাল কোচ স্যান্তোসকে। ম্যাচ হেরে চোখের জলে মাঠ ছাড়তে দেখে গিয়েছে। এই পরিস্থিতিতে এই কিংবদন্তীর পাশে কোচ না থাকলেও পাশে পেয়েছেন সহস্র কোটি ফুটবলপ্রমীকে। সিআরসেভেন এর বিশ্বকাপ (World Cup) শেষ হয়ে যাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভারতের বিরাট কোহলি। এই ভারতীয় তারকার মতে, রোনাল্ডোই সর্বকালের সেরা ফুটবলার।


বাংলাদেশ সফর চলাকালীন বিরাট কোহলিই এবার মহানায়কের জন্য বুক নেংড়ানো বার্তা দিলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলি লিখে দিলেন, 'ফুটবল এবং সমর্থকদের জন্য তুমি যা করেছ, তাতে কোনও ট্রফি অথবা খেতাব সেই কীর্তি বিন্দুমাত্র খর্ব করতে পারবে না।
গোটা বিশ্বজুড়ে তুমি মানুষদের ওপর যে প্রভাব ফেলেছ, কোনও খেতাব তা কোনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারবে না। আমি এবং বিশ্বের সকলে এরকমই অনুভব করি, যখন তোমাকে খেলতে দেখি ।' মূলত, মরোক্কোর সাথে হেরে রোলান্ডকে কাঁদতে দেখা গিয়েছিলো। আর যার পরেই রোলান্ডোর ব্যাথায় মলম লাগাতে এমন মন্তব্য করেন বিরাট। 
উল্লেখ্য, মরক্কোর কাছে হেরে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ সান্তোস বলেছিলেন, ‘আমার মনে হয় না রোনাল্ডোকে শুরু থেকে খেলালে ম্যাচের ফল বদলে যেত। সুইজারল্যান্ডের বিপক্ষে এই দলটাই দারুণ ফুটবল খেলেছে। রোনাল্ডো দুর্দান্ত একজন ফুটবলার। সে তখনই মাঠে নেমেছে, যখন আমরা তার প্রয়োজন অনুভব করেছি। এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News