Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দারুন অফার! মাত্র ৩২১ টাকায় এক বছরের জন্য চালু থাকবে সিম

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

জিও এয়ারটেল এর মতো টেলিকম অপারেটররা যেখানে ধীরে ধীরে তাদের প্ল্যান এর দাম চড়িয়েছে সেখানে খুবই অল্প অল্প টাকায় অনেক বেশি দিনের প্ল্যান দিচ্ছে এই বিএসএনএল সংস্থা। এবার বাজারে নিয়ে এলো আরো এক নতুন অফার! মাত্র ৩২১ টাকায় দিচ্ছে এক বছরের জন্য ফ্রি। যেখানে অন্যান্য অপারেটররা একই প্ল্যান প্রদান করে থাকে অনেক বেশি টাকায় সেখানে বিএসএনএল সিমের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৩২১ টাকা। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই প্ল্যান সকল সাধারণ গ্রাহকদের জন্য উপলব্ধ নয়। এই প্ল্যান উপলব্ধ একমাত্র তামিলনাড়ুর পুলিশ কর্মীদের জন্য। হ্যাঁ তামিলনাড়ুর পুলিশ কর্মীদের জন্যই শুধুমাত্র এই অফারটি উপলব্ধ, কিন্তু আরেকটি নতুন চমক হলো এই প্ল্যানটিতে আপনাকে দেওয়া হবে বিনামূল্যে অতিরিক্ত আরো ৬৫০ মিনিট, একই নেটওয়ার্কের ফোন নম্বরে কল করার জন্য। এছাড়াও ২৫০ টি এসএমএস দেওয়া হবে একই নেটওয়ার্কের ফোন নম্বরে মেসেজ করার জন্য। সাথে থাকছে প্রতিমাসে ১৫ জিবি করে ডাটা। এছাড়াও স্থানীয় বিএসএনএল নেটওয়ার্ক এ কল করার জন্য আপনার কাছ থেকে চার্জ কাটা হবে প্রতি মিনিটে মাত্র ৭ পয়সা, যেখানে অন্যান্য নেটওয়ার্কের ক্ষেত্রে কাটা হয় ১৫ পয়সা করে। রোমিং এর ক্ষেত্রে থাকছে আরও এক সুবিধা, প্রতিটি গ্রাহক রোমিংয়ে থাকাকালীন তার ইনকামিং কল হবে বিনামূল্য। এবং অন্যান্য নেটওয়ার্কের কল করার দরুন গ্রাহকদের কাছ থেকে কাটা হবে প্রতি মিনিটে মাত্র ৩০ পয়সা করে কি ভাবছেন ? সীমিত সময়ের জন্য এই অফার শুধুমাত্র আপনার জন্য। যদি আপনি তামিলনাড়ুর পুলিশ কর্মী হয়ে থাকেন তাহলে এখনই এই বিএসএনএল অপারেটর এর সঙ্গে যুক্ত হয়ে আপনিও একজন গ্রাহক হয়ে এর থেকে পাওয়া সমস্ত অফার গ্রহণ করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News