#Pravati Sangbad Digital Desk :
রাজ্যে ইতিমধ্যেই কড়া নারতে শুরু করেছে শীত, কুয়াশারও দেখা মিলছে বেশ ভালোই। শীত প্রেমীদের জন্য এটা সুখবর হলেও ভ্রমণ প্রেমীদের জন্য নয়। কারণ শীত মানেই ট্রেন লেট আর বাতিলের লম্বা তালিকা। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে কুয়াশার কারণে। তার মধ্যে অবশ্য রয়েছে পূর্ব রেল, তবে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা পথ দেখাচ্ছে ভারতীয় রেলকে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক এবং ছাত্রদের দাবি এমনটাই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নতুন অত্যাধুনিক প্রযুক্তির ক্রমাটিক এলইডি প্যানেল তৈরি করা গিয়েছে, যার দৃশ্যমানতা স্বভাবিক হ্যালোজেন বাল্বের থেকে অনেকটাই বেশি। যেখানে হলদে হ্যালোজেন বাল্বের দৃশ্যমানতা ২০ মিটার দেখানে এই উন্নত লাইনের দৃশ্যমানতা ২৫০ মিটার অর্থাৎ প্রায় ২৩০ মিটার বেশি দূরত্ব পর্যন্ত ট্রেন চালকরা লাইন দেখতে পাবেন। সাধারণত কুয়াশার কারণে ট্রেনের গতি কমাতে বাধ্য হয় ভারতীয় রেল, তাই প্রতিদিনই ট্রেন বিলম্ব এবং বাতিলের মতো ঘটনা উঠে আসে। এবার তার হাত থেকেই রেলকে উদ্ধার করতে এগিয়ে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, শিয়ালদহ শাখার লক্ষ্মীকান্তপুর এবং নামখানা লাইনের মাঝে রাতের দিকে এই নতুন লাইটের জন্য পরীক্ষানিরীক্ষা করা হয়েছে, সেই সাথে পরীক্ষা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ল্যাবেও। গবেষকরা জানাচ্ছেন, হলদু বাল্বের থেকে নতুন প্রযুক্তির ক্রমাটিক বাল্বের বিচ্ছুরণ অনেকটাই কম, সেই সাথে তীক্ষ্ণতা বেশি। সেই কারণে এই এলইডি প্যানেলের দৃশ্যমানতাও অনেকটা বেশি।