রামকৃষ্ণ ও বিবেকানন্দের দেখানো পথেই তিনি চলছেন। 'জনসেবাই ঈশ্বরের সেবা'-এটাই তাঁর নীতি আর আদর্শ

banner

#Delhi:

রাজ ক্ষমতার শীর্ষে দুটো দশক পার করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী।

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী,

তারপর গুজরাট ছাড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর (PM Of India) দায়িত্ব নিয়েছিলেন ২০১৪ থেকে।

ক্ষমতার কেন্দ্র থাকা তাঁর এই যাত্রাপথে চড়াই উতরাই অনেক রয়েছে।

সালটা ছিল ২০০১। কিন্তু অপ্রাত্যাশিতভাবেই তিনি ক্ষমতার অন্দরে পা রেখেছিলেন। কারণ ১৯৮৫ সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ থেকে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই সময় তিনি মূলত সাংগঠনিক দায়িত্ব সামলাতেন। ২০০১ সালে তৎকালীন গুজরাটের মুখ্যমমন্ত্রী কেশুভাই প্যাটেলকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীকেই মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। ওই বছরই অক্টোবর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। তারপর বিধানসভা নির্বাচনে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়। যদিও সেই সময় দলের প্রথম সারির নেতা লালকৃষ্ণ আডবানী নরেন্দ্র মোদীর ওপর তেমন ভরসা রাখতে পারেননি। কিন্তু মোদীর নেতৃত্বেই ২০০২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে  বিজেপি ১৮২টি আসনের মধ্যি ১২৭টি আসন দখল করেছিল। যদিও তার আগে ২০০১ -০২ সাল গোধরা থেকে গুজরাট দাঙ্গার মত সংবেদনশীল ঘটনাগুলি ঘটেছছিল। একইভাবে ২০০৭ সালের বিধানসভা নির্বাচনেও গুজরাট বিধানসভা নির্বাচনে অনায়াস জয় পান। তারপর ২০১৪ সাল থেকে এপর্যন্ত টানা দুবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওপেন ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেনরামকৃষ্ণ বিবেকানন্দর দেখানো পথেই তিনি বরাবার চলছেন। 'জনসেবাই ঈশ্বরের সেবা'-এটাই তাঁর নীতি আর আদর্শ। মোদীর কথায় এই উক্তিটি তাঁর জীবনের চালিকা শক্তি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী নিজেই স্বীকার করেছেন প্রথম জীবনে রাজনীতির সঙ্গে তাঁর তেমন কোনও সংযোগ ছিল না। বন্ধুদের পীড়াপীড়িতে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। প্রথম জীবনে মন দিয়েছিলেন দলের সাংগঠনিক কাজে। সেটাতেই তিনি স্বাচ্ছন্দ্য ছিলেন। কিন্তু ২০ বছর আগে এমন পরিস্থিতির কারণে তাঁকে প্রশাসমনে আসতে হয়েছিল। মোদীর কথায় ভুজ ভূমিকম্পের কারণে বিধ্বস্ত গুজরাটের পরিস্থিতি মোকাবিলা করার জন্যই প্রশাসনে এসেছিলেন তিনি। তিনি বলেছেন প্রাকৃতির দুর্যোগের কারণে মানুষের বিপর্যস্ত দশা তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। সেইকারণে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই তিনি মন দিয়েছিলেন, বিপর্যস্ত এলাকার ত্রাণ, পুনর্বাসন আর উন্নয়েনর কাজে।। একই সঙ্গে সেই সময় তাঁর প্রথম আর প্রধান লক্ষ্যই ছিল গুজরাটের পুনর্নিমাণ।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওযা গোটা বিশ্বের চোখে অন্যরকম। কিন্তু এগুলি নিছকই একটি জায়গা। যেখানে দাঁড়িয়ে মানুষের জন্য কোনও কাজ করা যায়। তিনি বলেছেন মানুষের জন্য কাজ করতে এখনও উৎসাহী তিনি। মানুষের জন্য কিছু করতে পারলে তিনি এখনও আত্মতৃপ্ত হন। কিন্তু তিনি এখনও ভোলেন তিনি তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কথা। তিনি এখনও বলেন ২০ বছর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যা তাঁকে প্রশাসনের প্রধান হতে বাধ্য করেছিল। কিন্তু সেই সময় প্রশাসন ছিল তাঁর কাছে সম্পূর্ণ একটা অচেনা জায়গা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Priyasree

Related News