Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বিরাট বিতর্কে নতুন জল্পনা, দাদার পাশে গোটা দেশ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

২০০৫ সালে কোচ বনাম অধিনায়ক লড়াই সকলের জানা, যার ফলে অধিনায়কত্ব হারিয়েছিলেন বাংলার ঘরের ছেলে সৌরভ। ভাগ্যক্রমে সেই এখন ভারতীয় ক্রিকেটের রাজা। বিসিসিআই এর মুকুট সৌরভ গাঙ্গুলির মাথায়। আর এবারের লড়াই রাজা বনাম কিং কোহলির। একদিনের ক্রিকেটে ইতি পড়েছে বিরাট যুগের আর তারপর থেকেই শুরু বোর্ড বনাম বিরাটের ঠাণ্ডা যুদ্ধ। বোর্ড সর্বময় কর্তা সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন বিরাট কোহলিকে টি-২০ ক্যাপ্টেনসি ছাড়তে বারন করা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল তাকে কিন্তু তিনি তা গ্রাহ্য করেননি। এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলনে বিস্ফারিত হয়েছে বিরাট কোহলি। তার মতে বোর্ড নাকি তাকে কোন ভাবেই কোন রকম অনুরোধ করেনি, বরং তারা তার বক্তব্য মন দিয়ে শুনেছিল, এবং বলেছিল এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ভালো। 

এই ঘটনার পরদিন অর্থাৎ গতকাল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তবে তার কথায় বিরাট বিরুদ্ধ কোন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, “ কোন সাংবাদিক সম্মেলন করা হবে না, ঘটনার বিবেচনা ভারতীয় ক্রিকেট বোর্ড করবে”।তিনি আরও জানান, “ সাদা বলের দুই ফরম্যাটে দুই অধিনায়ক রাখা সম্ভব নয়, এতে দলের ওপর বাড়তি নেতৃত্ব চলে আসে”।  ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক চেতান শর্মা নাকি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন বলে শোনা যাচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত তার বক্তব্য কিছু শোনা যায়নি। ক্রমেই বোর্ড প্রশাসন আর বিরাট সম্পর্কের তিক্ততা বেড়েছে। শোনা যাচ্ছিলো বিরাট কোহলি নাকি রোহিত শর্মার অধীনে খেলবেন না , কিন্তু বুধবারের সাংবাদিক সম্মেলনে বোর্ডের এই বক্তব্যকে কার্যত ভুল প্রমাণিত করার চেষ্টা করেছেন তিনি। বিরাট আরও বলেছেন, “ রোহিত শর্মা যোগ্য অধিনায়ক তার নেতৃত্বে খেলার কোন আপত্তি আমার নেই”। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিরাট কোহলি।

 কোহলির বিস্ফোরক মন্তব্যের পরেই অস্বস্তিতে ক্রিকেট মহল। সাংবাদিক সম্মেলনের পরেই গোটা দেশের নজর এখন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর, তার উত্তরের অপেক্ষাই গোটা দেশ। তবে বিরাট যেই ভাবে শান্ত এবং শৃঙ্খল ভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তাতে তার বিরুদ্ধে আদেও কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে আছে সবাই। অনেকেই মনে করছেন দক্ষিণ আফ্রিকা সফরের পরে হয়তো বোর্ড তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, তবে বোর্ড সুত্রে কোন তথ্য পাওয়া যায়নি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনিল গাওয়াস্কার মুখ খুলেছিলেন আগেই, তিনি বলেছিলেন, “দুই জনের কথা আলাদা হওয়া উচিত নয়, সৌরভের উচিত সামনে এসে সমস্ত ঘটনা পরিস্কার করে বলা”। তবে বোর্ড বনাম অধিনায়ক তরজা নিয়ে বেজাই ক্ষুদ্ধ কপিল দেব। বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “ কিছু দিন পরেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের এখন সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। তাছাড়া প্রকাশ্যে এই ভাবে পরস্পরের বিরুদ্ধে আঙ্গুল তোলা উচিত নয়। বোর্ড প্রেসিডেন্টের পদ যথেষ্ট সন্মানের, ঠিক তেমনটাই সন্মানীয় অধিনায়কের পদ। এই রকম বিরুপ মন্তব্যে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হতে পারে”। তবে ভারতীয় সর্বকালের সেরা অধিনায়ক বর্তমান বোর্ড প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলির পদত্যাগের দাবি করে নেট দুনিয়াই সরব হয়েছিল অনেকেই, কিন্তু বিরাটের বক্তব্যের পরে দাবার চাল উল্টে যায়। গণমাধ্যমে হ্যাজ ট্যাগ নেশন স্ট্যান্ডস উইথ দাদা রীতিমত সাড়া ফেলে। এখন দেখার বিষয় দাদা বনাম বিরাট যুদ্ধের ইতি কবে ঘটে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ ফুটবল খেলা আজকের দিনে ক্রিকেট
Related News