ত্বককে সুন্দর রাখতে বেছে নিন গোলাপ জল,

banner

#Pravati Sangbad Degital Desk:

গোলাপ ফুলের ব্যাবহার শুধুই ফুল হিসেবেই সীমাবদ্ধ নয়। গোলাপ জল হিসেবেও এর খ্যাতি অনেক। নারীদের রূপচর্চায় ব্যাপক ব্যাবহার দেখা যায়।সৌন্দর্য বাড়াতে গোলাপ জলের কোনও বিকল্প নেই। ড্রাই স্কিন হোক বা ব্রণর সমস্যা, সব ধরনের ত্বকের রোগেই গোলাপ জল দারুন কাজে আসে। প্রসঙ্গত, গোলাপ জল ত্বককে প্রয়োজনীয় আদ্রতা প্রদান করে। ফলে ত্বকের সৌন্দর্য আপনা থেকেই বৃদ্ধি পায়। ২০১১ সালের একটি গবেষণায় উল্লেখ করা হয় যে, গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফেনোলিকস আছে। যা প্রাকৃতিক ভাবেই অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। তাই ব্রণ সারাতে সাহায্য করে। এই গবেষণায় আরও উল্লেখ করা হয় যে, এর অ্যান্টি সেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ক্ষত, পোড়া সারিয়ে তুলতে সাহায্য  করে। ত্বকের দাগছোপও কমায়। সাধারনত বাজার থেকেই গোলাপ জল কিনে ব্যবহার করি আমরা। তবে সেগুলো ১০০% বিশুদ্ধ নাও হতে পারে। তাই আপনি চাইলে বাড়িতে  তৈরি করে নিতে পারেন গোলাপ জল। 
জেনে নিন  একদম সহজে প্রাচীন পদ্ধতিতে গোলাপজল তৈরি করার পদ্ধতি। গোলাপ ফুল থেকে পাঁপড়ি আলাদা করে এক কাপ পরিমাণের মতো নিন নিন, এবার ২ কাপ জলে পাপড়িগুলো সেদ্ধ করুন এবং ঐ গরম জল পাঁপড়ি সহ কাঁচের পাত্রটিতে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন। তারপর অন্য একটি পাত্রে ছাঁকনির সাহায্যে গোলাপের পাঁপড়িগুলো থেকে জল  আলাদা করে ফেলুন। সব শেষে বোতল ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।এই গোলাপজলে কোনো প্রিজারভেটিভ নেই, তাই এটি সর্বোচ্চ এক সপ্তাহের মতো ভালো থাকবে, এক সপ্তাহ পর অবশিষ্ট গোলাপ জল ফেলে দিয়ে নতুন করে তৈরি করতে হবে। 

জেনে নিন কীভাবে ব্যবহার করবেন গোলাপ জল :
•টোনার হিসাবেও গোলাপ জল দারুণ কাজ করে। রাসায়নিক যুক্ত টোনারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলে ত্বক সুস্থ দেখায়। তাই কেমিকেলযুক্ত টোনার না ব্যবহার করে  ঘরোয়া পদ্ধতিতে বানানো গোলাপ জল ব্যবহার করুন এতে ভালো ফল পাবেন।  
•কমলালেবুর খোসা রোদে শুকিয়ে পিষে নিন। ত্বক উজ্জ্বল করতে এই গুঁড়ো ব্যবহার করা হয়। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে যা, ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এই গুঁড়োতে অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করুন। 
•ত্বকের ফোলাভাব কমাতে আদর্শ ঘরোয়া উপাদান গোলাপ জল। অনেকেরই চোখের নিচের অংশ ফোলা থাকার সমস্যা দেখা দেয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে তুলোয় অল্প করে গোলাপ জল নিন। আর গোটা মুখে ভালো করে লাগিয়ে দিন। ১০ মিনিটের মধ্যে দেখবেন চোখ মুখের ফোলাভাব ভ্যানিশ।
•৬ চামচ গোলাপ জলের সঙ্গে ২ চামচ নারকেল তেল এবং ২ চামচ গ্লিসারিন মিশিয়ে প্রত্যেকদিন ২ বার করে ব্যবহার করুন। ময়শ্চারাইজারের কাজ করবে।
•মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এটি ব্যবহারে একদিকে যেমন ত্বকের উন্নতি হয়, তেমনি ত্বক সংক্রান্ত অনেক সমস্যাও দূর হয়।
•লেবুতে অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে। গোলাপ জলের শীতল বৈশিষ্ট্য রয়েছে। এই দুটি একসঙ্গে মিশিয়ে নিলে একটি দুর্দান্ত ফেসপ্যাক তৈরি হয়। ব্রণ বাড়তে দেয় না, এই মিশ্রণ। মিশ্রণটি মিনিট ১৫ জন্য মুখে রেখে, তারপর জল দিয়ে মুখ পরিষ্কার করুন।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News