বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে অনিশ্চয়তা !

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বভারতীর পৌষমেলা নিয়ে আবারও অনিশ্চয়তা দানা বাঁধতে শুরু করেছে। প্রসঙ্গত ২০১৯ সালে শেষ বারের জন্য অনুষ্ঠিত হয়েছিলো বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা। এর পরের বছর মার্চ মাসে গোটা দেশে হানা দিয়েছিল করোনা মহামারী। গত দু’বছর সেই কারণেই মেলা বন্ধ রেখেছিল বিশ্বভারতী কতৃপক্ষ। অন্যদিকে গত বছর স্থানীয় ব্যবসা সমিতির উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় বোলপুরের বীরভূম জেলা পরিষদের মাঠে ছোট করে অনুষ্ঠিত হয়েছিল পৌষমেলা।
তবে চলতি বছর করোনা আগের থেকে অনেকটাই স্বাভাবিক। বিগত বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছিলো, এই বছর নিয়ম মেনেই পালিত হবে বিশ্বভারতীর পৌষমেলা, নিজের জায়গাতেই। কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই অনিশ্চিত হতে শুরু করেছে ঐতিহ্যবাহী পৌষমেলার ভবিষ্যৎ। ইতিমধ্যেই বিশ্বভারতী বিশ্ববদ্যালয় কতৃপক্ষের তরফ থেকে বোলপুর পৌরসভাকে একটি চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেখানে জানানো হয়েছে, “একা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এতো বড় মেলা আয়োজন করতে পারবে না এতো কম সময়ের মধ্যে”। যদিও বোলপুর পৌরসভার পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে, কিন্তু তার পরেও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি। উল্লেখ্য, বিশ্বভারতীর পূর্বপল্লির মাঠে প্রতি বছর ২৩শে ডিসেম্বর থেকে মেলা শুরু হয়, চলে ২৬শে ডিসেম্বর পর্যন্ত। প্রায় ১৫০০ বেশি স্টল বসে মেলাতে, এতো বড় মেলা আয়োজন করতে রীতিমতো কালঘাম ছোটে কতৃপক্ষের। অন্যদিকে জলের সমস্যা তো আছেই। সেই কারণে মেলার মাঠ লাগোয়া দুটি বাঁধের জল ব্যবহার করা হয়, যা রক্ষণাবেক্ষণের অভাবে কচুরিপানায় পরিপূর্ণ। পৌরসভার পক্ষ থেকে সেই বাঁধ পরিষ্কারের কোথাও জানানো হয়েছে, কিন্ত তাতেও এখনও পর্যন্ত কর্নপাত করেনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee