দুর্গা পুজোঃ উৎসব মুখর বাংলার ঐতিহ্য আর বাঙালিয়ানা

banner

#Pravati Sangbad Digital Desk:

গোটা বছর যে যেখানেই থাকুন না কেন, এই সময়টায় ঘরে ফিরতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। 

এবার রাজভবনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে,বাংলার সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ৫লাখ টাকা পরস্কার মূল্যের ‘বাঙালিয়ানা পুরস্কার’ । সেরা পুজো কোনটি, তা বেছে নিতে পারবেন সাধারণ মানুষই। রাজভবনের তরফে দেওয়া [email protected] এই মেল আইডির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী পুজো কমিটির সদস্যরা।


রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করেছে।  কলকাতা, বিধাননগর, দক্ষিণ দমদম, বরানগর ও হাওড়া পুরসভা এলাকার মোট ১০৪টি পুজো আটটি বিভাগে রাজ্য সরকারের এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। ‘সেরার সেরা’ শ্রেণিতে আছে মোট ৩৭টি পুজো। এই তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী ও টালা প্রত্যয়। পুজোর সেরা থিম সঙ্গীতের জন্য পুরস্কার পেয়েছে সুরুচি সঙ্ঘ।  সেরা মণ্ডপের তালিকায় রয়েছে মোট পাঁচটি পুজো। বরানগরের দু’টি পুজো—নেতাজি কলোনি লো ল্যান্ড এবং ন’পাড়া দাদাভাই সঙ্ঘ প্রথম দু’টি স্থানে আছে। সেরা প্রতিমা শ্রেণিতেও আছে পাঁচটি পুজো। এখানে প্রথম স্থানে আছে কালীঘাট মিলন সঙ্ঘ। সেরা সাবেকি পুজোর শ্রেণিতে দুটি পুজো পুরস্কৃত হয়েছে (বাগবাজার সার্বজনীন ও সিংহী পার্ক)।


সেরা পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি পেয়েছে ১৩টি পুজো। এই তালিকার প্রথমে রয়েছে অজেয় সংহতি। সেরা ভাবনা শ্রেণির তালিকায় ১৮টি পুজোর প্রথমে রয়েছে লেকটাউনের ভারত চক্র। বিশেষ পুরস্কার পেয়েছে ২৩টি পুজো। সেরার সেরা পুজোর তালিকায় শ্রীভূমি, একডালিয়া এভারগ্রিন, কালীঘাট মিলন সঙ্ঘ, নাকতলা উদয়ন সঙ্ঘ, কাশী বোস লেন, হাতিবাগান সর্বজনীন, কলেজ স্কোয়ার দুর্গা পুজো। 


রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের তরফেও দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় আগেই। ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধনও করেছেন রাজ্যপাল। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্সকে ‘দুর্গা ভারত পরম সম্মান’। সম্মানিত করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরো এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও বিশেষ সম্মান জানান রাজ্যপাল। বাংলার দুর্গাপুজোর সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছেন রাজ্যপাল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Tags: