বিদ্যদেবীর আগমন উষ্ণ আবহাওয়ায়

banner

#Pravati Sangbad Digital Desk:

রাত পেরোলেই আগমন ঘটবে বিদ্যাদেবীর। সকলেই প্রায় বই খাতার পাঠ বন্ধ করে বসে পড়বে অঞ্জলী দিতে। সরস্বতী পূজায় বিশেষ করে ছাত্রছাত্রীরা উদ্যোগ নিয়ে থাকে। স্কুল - কলেজগুলোতে সকাল থেকে শুরু হয় পুজোর প্রস্তুতি। বছর শুরুর প্রথম মাসে বাগদেবীর আগমন ঘটলেও ঠান্ডার হাওয়া নেই শহরতলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দেখা নেই আর শীতের। আজ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার কিছুটা কুয়াশা দেখা দিতে পারে শহরে। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি উপরে কলকাতার তাপমাত্রা। সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রা আগামী চার-পাঁচ দিন একই থাকবে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। বিহার সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা দেবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং ও সিকিমে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে কুয়াশা দেখা দিলেও দিনের আলো বাড়তেই বাড়ছে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশের সম্ভাবনা রয়েছে। রাজস্থান ও দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে আসতে চলেছে দুটি ঘুর্ণবাত। একটি উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে চলছে বৃষ্টিপাত। কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোথাও শিলাবৃষ্টি দেখা দিচ্ছে , এছাড়াও রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায়। উত্তরাখণ্ডেও হালকা বৃষ্টি ও সামান্য তুষারপাতের আভাস দেখা যাচ্ছে।  দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও উত্তরপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অসম, মেঘালয়, ত্রিপুরা ও পূর্ব ভারতের বিহার, ওড়িশা, ঝাড়খন্ডের কিছু এলাকায় কুয়াশা দেখা দিতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Tags: