Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

মাঠে নেমেছি জেতার জন্য - পূজা পাঁজা

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী পুরসভা নির্বাচনে শ্যামপুকুর বিধানসভার আট নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবীন অথচ হেভিওয়েট প্রার্থী পূজা পাঁজাকে পাওয়া গেল অসম্ভব ব্যস্ততার ভিতর। প্রতিদিন একাধিক স্ট্রীট কর্ণার - দরজায় দরজায় প্রচারের মধ্যে একফাঁকে আমাদের জানিয়ে দিলেন - যে - তিনি ভোটযুদ্ধে এই প্রথম এটা ঘটনা কিন্তু রাজনীতিতে নতুন নন। আসলে মা - ডঃ শশী পাঁজার সান্নিধ্যে বড় হয়ে ওঠার ভেতরই দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। কেবল অঞ্চলের সমবয়সীদের নিয়ে বিভিন্ন কাজে ব্যাপৃত থাকাই নয় - কলকাতার বিভিন্ন জায়গায় সেবামূলক কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রচারের অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন - ওনার আশীর্বাদ ও অনুপ্রেরণায় আরো বড় অংশের মানুষের কাছে সুষ্ঠুভাবে পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। আর তাই জনসংযোগে কোনো ত্রুটি রাখছেন না।
কিছু মিডিয়া ও বিরোধীদের সোচ্চার দাবী যে - অবৈধ নির্মাণ - রাস্তাঘাটের বেহাল অবস্থা - কলকাতা কর্পোরেশনে অসংখ্য স্থায়ী শূণ্যপদে কর্মী না নেওয়া - যোগ্য শিক্ষকদের চাকরি থেকে বঞ্চিত করা প্রভৃতি আমাদের আরো অন্ধকারে ঠেলে দিচ্ছে, এমন প্রসঙ্গ উত্থাপন করায় কিছুটা ব্যাকফুটে যান তিনি; যেহেতু প্রথম ভোট - তাই আপাতত অঞ্চলের সমস্যাগুলিতেই মনোনিবেশ করতে চান এমন জানান। নিজেই বলেন - জলের সমস্যা দূরীকরণ, রাস্তা পরিষ্কার, জলনিকাশী ব্যবস্থার মানোন্নয়ন, মহিলাদের জন্য জিমের ব্যবস্থা, কমিউনিটি হল, শুধু মহিলা ও বাচ্চাদের জন্য কমপ্লেক্স নির্মাণ - এধরণের কাজ সর্বাগ্রে প্রয়োজন। তারপর অন্যান্য কাজও হবে। সরকারী প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াই হবে আমাদের প্রথম লক্ষ্য।

তবে তিনি এ বিষয়েও অঙ্গীকারবদ্ধ যে - শুধু অবৈধ নির্মাণই নয় বিভিন্ন অবৈধ কার্যকলাপ - অপরাধ - পারিবারিক হিংসা সবকিছুকেই নজরাধীন করবেন এবং এ বিষয়ে অভিযোগ জানানোর সেলও তৈরী করবেন। 

প্রসঙ্গত উল্লেখ্য - পূজা পাঁজার সমর্থনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় স্থানীয় জনসভায় উপস্থিত থেকে এলাকাবাসীদের, প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উৎসাহিত করেছেন, বাংলার বিশিষ্ট ক্রিকেটার, তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারিও অনুজের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেছেন যাতে পূজা পাঁজা সাফল্যের সাথে জয়ী হতে পারেন। এছাড়াও ডঃ শশী পাঁজার সর্বাঙ্গীন উপস্থিতিও প্রার্থীকে মনোবল যোগাতে সবিশেষ সাহায্য করছে বলে সবার অভিমত।

সবশেষে ভোটের ফলাফল নিয়ে প্রার্থীকে জিজ্ঞেস করায় পূজা পাঁজার সটান উত্তর ছিল - 'মাঠে নেমেছি জেতার জন্য। জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী'।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sourav Chattapadhyay

Related News