# Pravati Sangbad Digital Desk:
জিও হলো এমন একটি নাম যা ভারতে ডেটা প্ল্যানিং এ এনেছে আমূল পরিবর্তন। ডেটার আকাশছোঁয়া দাম কমিয়ে করেছে সবার ব্যাবহার যোগ্য। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড ,যা জিও নামে পরিচিত হলো একটি ভারতীয় টেলি যোগাযোগ কোম্পানি,যারা একটি জাতীয় এলটিই নেটওয়ার্ক চালায় ২২ টি টেলিকম সার্কেলের কভারেজে। জিওর প্রতিষ্ঠাতা হলেন ভারতের বিখ্যাত বিজনেসম্যান মুকেশ আম্বানি। তিনি এই জিওর কথা ভাবেন ২০০৭ সালে। তবে তা বাস্তবায়িত করে জনগণের হাতে তুলে দিতে পেরেছিলেন ২০১৬ সালের ৫ই সেপ্টেম্বরে। এর হেডকোয়ার্টার রয়েছে নবী মুম্বাই,মহারাষ্ট্রে। এরপর কেটে গেছে ৬টি বছর। অনেক লাভের মুখ দেখেছে জিও। অনেক নতুন পরিকল্পনা ও এনেছে। জিওর এখন রিচার্জের জন্য নানান ডেটা প্ল্যানিং রয়েছে। যার থেকে সুবিধা মত মানুষ রিচার্জ করতে পারে। জিওর সবথেকে কমে রয়েছে ১০০ টাকার নিচের রিচার্জ প্ল্যানিং আবার রয়েছে সর্বোচ্চ ৩০০০ টাকার পর্যন্ত প্ল্যানিং। তবে এর মধ্যে সবচেয়ে সেরা অফার রয়েছে ৩৯৫ টাকার অফারটি। প্রায় চারশো টাকার এই রিচার্জ করলে নিশ্চিন্ত থাকা যায় ৩ মাস পর্যন্ত । অর্থাৎ ৩৯৫ টাকার রিচার্জে পাওয়া যাবে ৮৪ দিন পর্যন্ত ডেটা ও কলিং। এতে কলিং এর কোনো উর্দ্ধে সীমা নেই ,অর্থাৎ আনলিমিটেড কল এর সুবিধা রয়েছে। তার পাশাপাশি রয়েছে পাওয়া যাবে মোট ৬ জিবি হাইস্পিড ডেটা। এই ডেটা শেষ হয়ে গেলে নেটের স্পিড থাকবে ৬৪ কে বিপিএস। এছাড়াও এই প্ল্যানে থাকছে ১০০০ টি এসএমএস এর সুবিধা। অতিরিক্ত কিছু অফার ও থাকছে যেমন এই প্ল্যানটি রিচার্জ করলে জিওর ওটিটি তে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ জিও সিকিউর, জিও টিভি, জিও সিনেমা দেখা যাবে একেবারে বিনামূল্যে। আর এই রিচার্জ টি করা হবে অনলাইনে। আবার মাই জিও অ্যাপেও পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানিংটি।