আপনি খুব সহজেই অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকিট কেটে নিতে পারেন !

banner

#Pravati Sangbad Digital Desk :

ইউটিএস  মোবাইল অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে  বড় পরিবর্তন আনল  ইন্ডিয়ান রেল

বর্তমানে রেলের (Indian Railways) পুরো ব্যবস্থা অত্যাধুনিক হয়ে ওঠায় আর স্টেশনে গিয়ে  লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দরকার পড়েনা। আপনি খুব সহজেই   অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। এজন্য দুটি প্ল্যাটফর্ম রয়েছে রেলের। প্রথমত আইআরসিটিসি ( IRCTC) অ্যাপ, এবং দ্বিতীয়ত  ইউটিএস ( UTS )। এবার লোকাল ট্রেনে  দৈনন্দিন   যাতায়াত করা যাত্রীদের জন্য  ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে  রয়েছে আরও একটি  বিশেষ  চমক। এবার থেকে ইউটিএস অ্যাপে (UTS App) টিকিট কাটার পদ্ধতি আরও বেশি সহজ।

ট্রেনের টিকিট কাটতে যাতে যাত্রীদের লম্বা লাইনে না দাঁড়িয়ে থাকতে হয়, এর জন্যই ইউটিএস অ্যাপ এনেছিল রেল। তবে এই অ্যাপের কিছু বাধ্যবাধকতা ছিল। আগে লোকাল ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে যাত্রীরা যে স্টেশন থেকে টিকিট কাটছেন, তার 2 কিমি এলাকার মধ্যে থেকে টিকিট কাটতে পারতেন। এরফলে যে যাত্রীদের বাড়ি স্টেশন থেকে 2 কিমির থেকে বেশি দূরে, তাঁদের মধ্যে অনেক ব্যক্তিকেই বাসে, অটো বা অন্য কোনও পরিবহণে থাকাকালীন অথবা হেঁটে স্টেশনে আসার পথেই টিকিট কাটতে হত। এদিকে শহরতলির বাইরের যাত্রীরা আগে  ৫ কিলোমিটার দূর থেকে টিকিট কাটতে পারতেন। আদরেও  ক্ষেত্রেও ছিল একই সমস্যা। 

এবার সেই নিয়ম বদল করেছে রেল কর্তৃপক্ষ। এখন  শহরে  টিকিট কাটার ক্ষেত্রে 2 কিমির দূরত্ব বেড়ে হয়েছে  ৫ কিমি। আগে থেকে যেখানে শহরতলির বাইরের যাত্রীরা 5 কিমি দূর থেকেও টিকিট কাটতে পারতেন,  সেই যাত্রীরা এখন 20 কিমি দূর থেকে টিকিট কাটতে পারবেন।

রেলের তরফে জানানো হয়েছে,স্টেশন থেকে  আগের এই নির্দিষ্ট  সময় অর্থাৎ   শহরের  মানুষের   টিকিট কাটার ক্ষেত্রে  2 কিমি  এবং শহরের বাইরের  মানুষের   টিকিট কাটার ক্ষেত্রে ৫ কিমি দূরে থাকাকালীন সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায়, মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, বা ইন্টারনেট চলছে না, সেক্ষেত্রে যাত্রীরা চাইলেও ট্রেনের টিকিট কাটতে পারছেন না। সেই সমস্যার সমাধান হিসেবেই নতুন পরিবর্তন করা হল।


 তবে অনেকেরই প্রশ্ন  কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ? তাহলে জেনে নিন: 

ইউটিএস অ্যাপে টিকিট কাটার জন্য যেটি প্রথমেই আপনাকে করতে হবে সেটি হল এই অ্যাপটি আপনাকে আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। এর পরে এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, আপনাকে একটি একাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্টটি আপনারা খুব সহজেই খুলতে পারেন এই অ্যাপটি খুললেই দেখবেন একটি লগইন স্ক্রিন আছে সেখানে লগইন করার অপশন রয়েছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে , আর  সাথে  রেজিস্টার করার অপশন আছে।

 এরপর 'book ticket' ক্লিক করতে হবে। তারপর 'book & travel' অপশন সিলেক্ট করতে হবে।  কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন, সেই তথ্য দিয়ে 'proceed' ক্লিক করতে হবে। তারপর টিকিক বুক করার অপশনে ক্লিক করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে। অনলাইনে কেটে নেওয়া হবে টিকিটের দাম।উল্লেখ্য, মোবাইলের ইউটিএস অ্যাপের মাধ্যমে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে লোকাল ট্রেনের টিকিট কাটা যায়। সর্বোচ্চ চারজন যাত্রীর টিকিট কাটা যায় একটি আইডিতে।

এই অ্যাপ ব্যবহার করলে কাগজের টিকিট দরকার নেই। ট্রেনে টিকিট পরীক্ষককে অ্যাপে কাটা টিকিট দেখালেই কাজ হয়ে যায়। যদি সেই সময়ে ইন্টারনেট বন্ধ থাকে তবেও টিকিট দেখানো যায়।এই অ্যাপের মাধ্যমে প্রতিদিনের টিকিট ছাড়াও মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বাৎসরিক টিকিট কাটা যায়। রোজকার টিকিটে কোনও ছাড় না দিলেও সিজন টিকিট কাটলে রেল ০.০৫ শতাংশ ছাড় দেয়। অর্থাৎ কারও ত্রৈমাসিক টিকিটের দাম ১০০০ টাকা হলে দিতে হবে ৯৭৫ টাকা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News