ফ্রিতে ব্রডব্যান্ড দিচ্ছে জিও

banner

#Pravati Sanbad Digital Desk:

টেলিকমের পরে এবার ব্রডব্যান্ড বাজার দখল করতে চাইছে Reliance Jio। আবারও নতুন কিছু সুবিধা নিয়ে হাজির jio । বাড়ি বাড়ি ফ্রি-তে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে JioFiber। তবে মানতে হবে কিছু শর্ত। এই নতুন সুবিধায় jioFiver কানেকশন নিলে কোন বুকিং চার্জ দিতে হবে না। এছাড়াও ব্রডব্যান্ড রাউটারের জন্য এক টাকাও ডিপোজিট করতে হবে না গ্রাহকদের । ইনস্টলেশনের জন্যও কোনো টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না । এটি ব্যবহারের সুবিধা পাওয়ার জন্য  6 মাস ও 12 মাসের পোস্টপেইড প্ল্যান বেছে নিতে হবে। এছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে  অন ডিমান্ড TV, 400-র বেশি চ্যানেল ও বিভিন্ন OTT সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। সীমিত সময়ের জন্য এই অফার বৈধ থাকবে।
JioFiber গ্রাহকরা 499 টাকা, 599 টাকা, 799 টাকা ও 899 টাকা এই চারটি পোস্টপেড প্ল্যানের যেকোনো একটি নতুন ব্রডব্যান্ড কানেকশান নিলে অনেকগুলি সুবিধা পাবেন। গ্রাহকদের একদিকে যেমন ইনস্টলেশন চার্জ দিতে হবে অন্যদিকে রাউটারের জন্য থাকছে না কোনও সিকিউরিটি ডিপোজিট। এছাড়াও 10000 টাকার বেশি দামের  সেট টপ বক্স সহ বহু যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Reliance jio। এই চারটি প্লানে কী কী সুবিধা দেওয়া হবে জেনে নিন বিস্তারিত :
JioFiber 499 টাকা পোস্টপেইড প্ল্যান :
499 টাকা পোস্টপেইড প্ল্যানটিতে JioFiber গ্রাহকরা পাবেন বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল 30 Mbps ইন্টারনেট কানেকশন ।  এছাড়াও আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে এবং এই প্লানে রয়েছে অন ডিমান্ড TV ও 400-র বেশি লাইভ চ্যানেল দেখার সুযোগ। বিভিন্ন OTT সাবস্ক্রিপশন (Eros Now, Universal Plus) পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে ।
JioFiber 599 টাকা পোস্টপেইড প্ল্যান:
প্ল্যানেও 30 Mbps আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও  অন ডিমান্ড TV ও 550-র বেশি চ্যানেল থাকবে। ১২টি OTT সাবস্ক্রিপশন থাকবে  যেমন Disney Plus Hotstar, Sony Liv  ।
JioFiber 799 টাকা পোস্টপেইড প্ল্যান  :
এই 799 টাকা প্ল্যানে ইন্টারনেট স্পিড বাকি দুটো প্ল্যানের তুলনায় একটু বেশি থাকবে। 100 Mbps ইন্টারনেট গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গেও থাকবে  বিভিন্ন OTT সাবস্ক্রিপশন।  এছাড়াও ডিমান্ড TV ও 400-র বেশ লাইভ চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
Jiofiber 899 টাকা পোস্টপেইড প্ল্যান :
এই প্ল্যানের সঙ্গে রয়েছে 100 Mbps ইন্টারনেট ও আনলিমিটেড কলিং এবং 550-র বেশি চ্যানেলে রয়েছে অন ডিমান্ড TV পরিষেবা। এছাড়াও Disney Plus Hotstar, Sony Liv-সহ 12টি OTT সাবস্ক্রিপশন পাবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ranita Däs

Tags: