ইনস্টাগ্রাম ব্যাবহারকারীদের জন্য এলো এক নতুন ফিচার

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান যুগে দাড়িয়ে সকলেই সোশ্যাল মিডিয়া নিয়ে বেশ আগ্রহী। অনেকেই প্রতিদিনের প্রায় সমস্ত আপডেট দিতে থাকে সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে। নিত্যদিনের কাজের মধ্যে সোশ্যাল মিডিয়া যেনো জীবনেরই এক অংশ হতে দাড়িয়েছে সকলের কাছে। ফেসবুক , হোয়াটসঅ্যাপ , ইনস্টাগ্রাম , টুইটার বিভিন্ন জায়গায় মানুষ নিজের মতামত , ছবি ছাড়তে পারেন। ছোটো থেকে বড়ো সকলের কাছেই আজকাল ফোনের ব্যাবস্থা রয়েছে। আর এই ফোনের মধ্যেই রয়েছে ফেসবুক , হোয়াটসঅ্যাপ , ইনস্টাগ্রাম সহ বহু অ্যাপ। তবে বর্তমানে খুব জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এখানে মানুষদের সাথে কথা বলা ছাড়াও ছবি শেয়ার করা বা বিভিন্ন গানের রিলস দেখতে পাওয়া যায়। অভিনেতা - অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই প্ল্যাটফর্মেমে বিশেষ আনন্দ পান। 
মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম তাদের ব্যাবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচার তাঁদের প্রোফাইল ফটোকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। এই ফিচারের সাহায্যে ইনস্টাগ্রাম ব্যাবহারকারীরা তাঁদের ছবি ও ডিজিটাল অবতার প্রোফাইল ফটো হিসাবে প্রদর্শন করতে পারবেন। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে ইনস্টাগ্রামের পক্ষ থেকে এই ফিচারের বিষয়ে ঘোষণা করা হয়েছে। কোম্পানির তরফে করে টুইট করে জানানো হয় , এখন ইনস্টাগ্রাম ব্যাবহারকারী লোকজন তাঁদের অবতারের অন্য দিকে ফটো যোগ করতে পারবেন। ইনস্টাগ্রাম ব্যাবহারকারীদের নিজেদের অবতার তৈরি করতে প্রথমে নিজেদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলতে হবে। এরপর ব্যাবহারকারীদের নিজেদের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর উপরে থাকা একটি এডিট অপশনে ক্লিক করতে হবে।  এরপর ইনস্টাগ্রামের ব্যাবহারকারীরা নিজেদের অবতারের গায়ের রঙ ,  চুলের স্টাইল নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন। নিজেদের পছন্দ মতো অবতার তৈরি করে সেই অবতারটি সেভ করে রাখা যাবে।  সম্প্রতি, ইনস্টাগ্রাম তার ব্যাবহারকারীদের জন্য কুইট মোড ফিচার চালু করেছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যাবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট স্টেটাস ইন কুইট মোডে সেট করতে পারবেন। ইনস্টাগ্রাম সূত্রে জানানো হয় , অল্পবয়সী  ব্যাবহারকারীদের স্ক্রিন টাইম কমাতে এই ফিচারটি চালু করা হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Tags: