এলপিজি সিলিন্ডারের ডেলিভারি-তে এবার বিরাট রদবদল, ১ নভেম্বর থেকেই বদলে যাবে একঝাঁক নিয়ম

banner

#Pravati Sangbad Digital Desk :

বছর শেষ হতে হাতে আর মাত্র দু'টো মাস। তার মধ্যেই সরকার বিভিন্ন প্রকল্পে আনতে চলেছে একাধিক পরিবর্তন। জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন ইনসিওরেন্স, বিদ্যুতের বিল কিংবা ভারতীয় রেলের সময়সূচি সমস্ত ক্ষেত্রেই আসতে চলেছে বিরাট পরিবর্তন। সূত্রের খবর, ১ নভেম্বর থেকেই বিভিন্ন সরকারি খাতে বিরাট পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যার প্রভাব পড়তে পারে আমজনতার উপর।
• এলপিজির মূল্য বৃদ্ধি :- প্রত্যেক মাসের প্রথম তারিখেই দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের মূল্য প্রকাশ করা হয়। কখনো দাম কমে তো কখনো আবার অত্যাধিকারে বাড়ে জ্বালানি গ্যাসের মূল্য। ঠিক প্রত্যেক মাসের মত নভেম্বরেও এলপিজি এবং বাণিজ্যিক গ্যাসের মূল্য পরিবর্তিত হতে পারে। আন্তর্জাতিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতে জ্বালানি গ্যাসের মূল্য সামনের মাস থেকেই আরো বৃদ্ধি পেতে পারে বলেই খবর। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার উভয়ের ক্ষেত্রেই মূল্য বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
• স্বাস্থ্য এবং বিভিন্ন সরকারি বীমা তে KYC বাধ্যতামূলক :- ১ নভেম্বর থেকে পরিবর্তিত হতে পারে স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন সরকারি বীমার নিয়ম। 'ইনসিওরেন্স রেগুলেটিং এন্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া' (IRDAI)-এর তরফে জানানো হয়েছে ১ নভেম্বর থেকে বীমাকারীদের KYC করা বাধ্যতামূলক। KYC করা না থাকলে পরবর্তীকালে ইনসিওরেন্স ক্লেম করার সময় তা বাতিল করা হতে পারে বলেই খবর।
• বিদ্যুৎ-এ ভর্তুকি :- দেশের অন্যান্য শহরে এই নিয়ম এখনো পর্যন্ত কার্যকরী না হলেও নভেম্বরের ১ তারিখ থেকেই বিদ্যুতে ভর্তুকি পেতে চলেছেন দিল্লিবাসী। এক মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ৩১ শে অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন না হলে নভেম্বরে এই সুবিধা পাবেন না গ্রাহকরা।
• ভারতীয় রেলের সময়সূচি পরিবর্তন :- নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বদলে যেতে পারে ভারতীয় রেলের সময়সূচী। স্থানীয় এবং দূরপাল্লার একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে বলেই খবর। তাই ট্রেন সফরের আগে সময়সূচী দেখে নেওয়া একান্তই জরুরি বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
নভেম্বর থেকেই উল্লেখিত বিভিন্ন সরকারি প্রকল্পে অসংখ্য পরিবর্তন দেখা যেতে পারে। যা আমজনতার উপরে প্রভাব সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News