বারংবার কেন হোয়াটসঅ্যাপ-এ বিভ্রাট? মেটার কাছে রিপোর্ট চাইল 'তথ্য প্রযুক্তি মন্ত্রক'

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতে ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় ম্যেসেজিং অ্যাপ আজ কাঠগড়ায়। গত মঙ্গলবার দুপুরে হঠাৎই থমকে যায় 'হোয়াটসঅ্যাপ'। প্রায় দু'ঘন্টা 'হোয়াটসঅ্যাপ' বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক মিম। মেটার অফিসিয়াল পেজ এর কমেন্ট বক্স ভরে ওঠে #WhatsappDown স্লোগানে। যার কারণে চরম অস্বস্তিতে পড়তে হয় 'মেটা'-কে। দুপুর ২টো বেজে ১৫মিনিটে 'হোয়াটসঅ্যাপ' পুনরায় চালু হলেও ঠিক কি কারনে দু'ঘন্টার জন্য 'হোয়াটসঅ্যাপ' বন্ধ ছিল তা জানায়নি 'মেটা'। যার কারণে অবিলম্বে 'হোয়াটসঅ্যাপ'-কে ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
'হোয়াটসঅ্যাপ' বিভ্রাট এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই সমস্যা হয়েছে। গত বছর অক্টোবর মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবারও প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল এই জনপ্রিয় ম্যেসেজিং অ্যাপ। যার জেরে চরম সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। বারংবার কেন এই সমস্যা হচ্ছে তা জানতেই 'মেটা' কে রিপোর্ট চাইল ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। 'মেটা'-র পক্ষ থেকে জানানো হয়, বড় ধরনের একটি যান্ত্রিক সমস্যা সৃষ্টি হয়েছিল। আর তা হয়েছিল তাঁদের তরফেই। যে সমস্যার সমাধান তারা নিজেরাই করেছেন। সম্প্রতি মার্ক জুকারবার্গ‌ও জানান, "প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা"। যদিও তা মানতে নারাজ ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ বড়সড়ো সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছে। যার কারণেই এই গোলযোগ। সাইবার বিশেষজ্ঞদের দাবি, বিভ্রাটের কারণ জানিয়ে যত দ্রুত সম্ভব শ্বেতপত্র প্রকাশ করুক ‘মেটা’।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags: