Flash News
    No Flash News Today..!!
Friday, January 16, 2026

নতুন রেকর্ড বিরাটের! পিছনে ফেললেন শচীন - গেইল কে।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

 এক দীর্ঘ সময় ধরে ছন্দে ছিলেন না তিনি। কিছুতেই ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। দেশে বিদেশে সমালোচক দের ভয়ঙ্কর সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। তারপর হঠাৎ ই এশিয়া কাপে সেঞ্চুরি! ছন্দে ফিরলেন রাজা! তারপর টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে করলেন রূপকথার ৮২, আর নেদারল্যান্ডসের বিরুদ্ধে আবার করলেন অর্ধ শতরান। আর এভাবেই টপকে গেলেন ক্রিকেটের দুই কিংবদন্তি ----- শচীন তেন্দুলকার ও ক্রিস গেইল কে! 

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধ শতরান করে তিনি টপকালেন শচীনের সর্বোচ্চ অর্ধ- শতরানের রেকর্ড! এতদিন মাস্টার ব্লাস্টারের রেকর্ড ছিল ৪৮ টি অর্ধ শতরানের। যার মধ্যে অস্ট্রেলিয়ায় তিনি করেছেন ১৭ টি , ইংল্যান্ডে ১২ টি , নিউজিল্যান্ড এ ১০ ও সাউথ আফ্রিকায় ৯ টি । বিরাটের ডাচদের বিরুদ্ধে ইনিংস তাঁর সেনা দেশে ভারতীয় হিসাবে সর্বোচ্চ হল , তাঁর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধ শতরানের সংখ্যা ১৭ টি, ইংল্যান্ডে ১৮ টি , নিউজিল্যান্ডে ৫ টি ও সাউথ আফ্রিকা তে ৯ টি।



এক‌ইসঙ্গে , কিং কোহলি ভাঙলেন ক্রিস গেইল তথা ইউনিভার্স বসের রেকর্ড! টি ২০ বিশ্বকাপে ৩৩ ম্যাচে গেইলের টোটাল স্কোর ছিল ৯৬৫। কোহলি সেই রেকর্ড পেরিয়ে করলেন ৯৮৯। তাঁর সামনে এখন শুধুই মাহেলা জয়াবর্ধনে! যদিও ফেরত আসা ফর্ম দেখে মনে হচ্ছে যে, সে রেকর্ড পার করতেও আর বেশি দেরি নেই কিং কোহলির ! এখন শুধু সময়ের অপেক্ষা এই বিশ্বকাপ কী নিয়ে আসে কোহলির কেরিয়ারে!

#Source: online/Digital/Social Media News   # Representative Image






Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News