Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সমান বেতন পুরুষ ও মহিলা ক্রিকেটারদের! ঐতিহাসিক নজির বি সি সি আই য়ের ।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

ক্রমশঃ জনপ্রিয়তার চরম শিখরে উঠছে ভারতীয় মহিলা ক্রিকেট। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে যে, ভারতীয় মহিলা আইপিএল অনুষ্ঠিত হবে খুব তাড়াতাড়ি। তাতে থাকবে ছটি দল। এবার নতুন ঘোষণা এল বিসিসিআই য়ের তরফে। ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান বেতন অ্যানাউন্স করল ভারতীয় ক্রিকেট বোর্ড! স্বাভাবিক ভাবেই এ এক ঐতিহাসিক মুভ। বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ্ ট্যুইটারে বৃহস্পতিবার লিখেছেন, সমান বেতনের কথাটি । তিনি বলেছেন লিঙ্গ বৈষম্য দূর করতে এটি প্রথম পদক্ষেপ বি সি সি আই য়ের । তিনি জানিয়েছেন হরমন প্রীত ও তাঁর সতীর্থ রা এবার থেকে প্রত্যেকটা টেস্টের জন্য ১৫ লাখ টাকা, প্রত্যেকটা ওয়ান ডে র জন্য ৬ লাখ টাকা ও প্রত্যেকটা টি ২০ র জন্য ৩ লাখ টাকা করে পাবে। যা ভারতীয় পুরুষ দলের ক্রিকেটার দের বেতনের সঙ্গে সমান। ভারত ছাড়া শুধুমাত্র নিউজিল্যান্ড ই এমন একটা দেশ যেখানে পুরুষ ও মহিলা দলের ক্রিকেটার দের বেতন সমান।



ভারতীয় মহিলা দলের যাত্রা সহজ হয়নি। অনেক চড়াই উতড়াই পেরিয়ে আজ মানুষ ভারতীয় মহিলা দলের ব্যাপারে ওয়াকিবহাল হয়েছে। ঝুলন গোস্বামী আর মিতালি রাজের কেরিয়ারের প্রথম দিকে যেখানে মানুষ জানত ই না যে , ভারতীয় মহিলা দল ও আছে সেখানে আজ এক বিশাল সংখ্যক মানুষ ভারতীয় মহিলা ক্রিকেট কে অনুসরণ করে। হরমনপ্রীত, স্মৃতি মন্দানা রীতিমতো আইডল অনেকের কাছে। তাঁদের দেখে অনেক তরুণ মেয়েরা ক্রিকেট খেলতে শিখছে, তাদের বাবা - মা রা তাদের খেলতে পাঠাচ্ছে। এ সমস্ত কিছুর জন্ম ভারতীয় মহিলা দলের অবদান অত্যন্ত রকম বেশি। তাই এই সমান বেতন দেওয়ার মাধ্যমে তাঁদের যথাযথ সম্মান দেওয়া হল এটা বলা যেতেই পারে। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News