এবার থেকে স্কুলেই নেতৃত্ব দানের সুযোগ মিলবে পড়ুয়াদের, বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল শিক্ষা দফতর

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার আর কলেজ বিশ্ববিদ্যালয়ে নয়, নেতৃত্ব প্রদানের সুযোগ মিলবে স্কুলেই। গতকাল রাজ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি গাইড লাইন প্রকাশ করা হয়েছে, সেখানেই বলা হয়েছে স্কুল ইউনিয়ন কিংবা স্কুল পার্লামেন্ট-র কথা। স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা নেতৃত্ব দানের সুযোগ পাবে। তবে স্কুল পার্লামেন্টের সভাপতি পদে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক কিংবা সহকারি শিক্ষক। রাজ্য শিক্ষা দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুলে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর মতো পদ থাকবে। এই বিজ্ঞপ্তির কারণ হিসাবে বলা হয়েছে, যুব সমাজ ঠিক কতটা নেতৃত্ব দানের জন্য যোগ্য তা যাচাই করে দেখতে চাই রাজ্য সরকার।

 অন্যদিকে স্কুলে কি কি প্রয়োজনীয়, কি করলে স্কুলের উন্নতি হয়, স্কুলে ডিবেট কম্পিটিশন আয়োজন করা পাশাপাশি স্কুলের উন্নতিতে নিজেদের মতামত রাখতে পারবে পড়ুয়ারা। অন্যদিকে মিড ডে মিলের খাবারের বিস্তারিত খবর রাখতে স্কুল সংসদ বা পার্লামেন্ট। সেই সাথে সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠলেই পড়ুয়াদের সম্বর্ধনা জানাবে স্কুল কতৃপক্ষ। প্রতি বছর ২শরা জানুয়ারি তারিখে প্রতিটি স্কুল এই অনুষ্ঠান কর্মসূচী পালন করবে। যার নাম দেওয়া হয়েছে গ্রেজুয়েশন সেরেমানি। সূত্রের খবর, কালী পুজোর ছুটির পরে যেদিন রাজ্যের সমস্ত স্কুল খুলবে, সেদিন রাজ্যের স্কুলগুলিকে এই বিজ্ঞপ্তি পাঠানো হবে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News