Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

হার্দিক হতে পারেন ভবিষ্যতের ভারতীয় ক্যাপটেন , দাবি প্রাক্তন পাকিস্তানি লেজেন্ডস দের !

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

ভারত - পাকিস্তানের ম্যাচের রেশ এখনও কাটেনি। প্রত্যেকটি ক্রিকেট প্রেমীর মধ্যে এখনও তা ভয়ঙ্কর রকম জ্বলজ্বলে । বিরাট কোহলির সঙ্গে চেজ করতে গিয়ে আর একজন যার অবদান ছিল সেদিন তিনি ছিলেন হার্দিক পান্ডিয়া। ৩৭ বলে ৪০ রান করে তিনি যোগ্য সঙ্গ দেন বিরাট কোহলির। পরে প্রেস কনফারেন্সে বিরাট বলেন, খেলার সময় হার্দিক পান্ডিয়া ই তাকে সবসময় সাহস জোগাচ্ছিলেন এই বলে যে টার্গেট টা অ্যাচিভেবল। তাঁর এই মহাজাগতিক ইনিংসের কৃতিত্ব তিনি ভাগ করে নিয়েছেন হার্দিকের সঙ্গে। প্রসঙ্গত, দীর্ঘদিন চোট থাকার পর আই পি এল এ প্রত্যাবর্তন করেন ' কুং ফু পান্ডিয়া' । গুজরাট টাইট্যান্সের অধিনায়ক হন তিনি। আর প্রথম বছরেই , তাঁর অধিনায়কত্বে জিতে যায় দল। অদম্য আত্মবিশ্বাস, খেলোয়াড় হিসেবে নিজের দক্ষতা তাঁকে স্পেশাল বানায় সবসময়ই। টুর্নামেন্ট শুরু হ‌ওয়ার আগেই অনেক প্রাক্তন খেলোয়াড় রা হার্দিক পান্ডিয়া কে ' প্লেয়ার টু ওয়াচ ' লিস্টে রেখেছিলেন। তিনি তাদের প্রত্যাশা কে সত্যি প্রমাণ করে দিয়েছেন রবিবার। 

' এ স্পোর্টস ' চ্যানেলে, পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় রা হার্দিক পান্ডিয়া কে নিয়ে আলোচনা করতে শুরু করেন। মিসবাহ - উল -হক তাঁর আই পি এল এর জেতার কথা তুলে ধরেন। বয়সের সঙ্গে তাঁর শান্ত অথচ আত্মবিশ্বাসী হয়ে ওঠা কে প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন তিনি। আর তখনই হঠাৎ পাকিস্তানের প্রাক্তন লেজেন্ডারি পেসার ওয়াকার ইউনুস বলেন যে, তিনি একেবারেই চমকাবেন না যদি আসন্ন বছর গুলোতে হার্দিক কে ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দেখেন। তাঁর কথায় সম্মতি জানান আর এক কিংবদন্তি ওয়াসিম আক্রম!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News