Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

মোবাইল নাম্বারের আগে +৯১ কেন লেখা থাকে

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে মোবাইল ফোন আমাদের সাথে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সবই মোবাইলের মাধ্যমেই হয়ে থাকে। তবে একটা জিনিস হয়তো আপনি খেয়াল করবেন যে আপনি যখনই কাউকে ফোন করবেন আগে +৯১ আসে। সম্ভবত আপনিও জানেন যে এটি ভারতের একটি কোড নম্বর। এর সাহায্যেই চেনা যায় এই ফোনটি ইন্ডিয়া থেকে এসেছে।

ভারতের কোড +৯১ কারণ আইটিইউ প্রতিটি দেশকে তাদের অঞ্চল অনুযায়ী একটি কোড দেয় সেরকমই ভারতকে দিয়েছে ৯ কারণ ভারত এই অঞ্চলের মধ্যে পড়ে।৯ কোড অঞ্চলে থাকা দেশগুলির বিভিন্ন কোড রয়েছে যার মধ্যে ভারতের কোড ১ সেই হিসেবে নির্ধারিত হয়ে আমাদের দেশের কোড +৯১। একই ভাবে পাকিস্তান ও আফগানিস্তানের কোড যথাক্রমে +৯২ ও +৯৩।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News