Flash news
    No Flash News Today..!!
Thursday, May 16, 2024

'এস ই টি আই'-এর রেডিওতে ধরা পড়ল অস্বাভাবিক সংকেত

banner

#Pravati Sangbad Digital Desk:

পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে কি সত্যিই প্রাণের অস্তিত্ব আছে? এলিয়েন বলে কি সত্যিই কিছু হয়? এ প্রশ্ন কেবল সাধারণ মানুষের নয়, এ প্রশ্ন বিজ্ঞানীদের‌ও। দীর্ঘদিনের বহু ভাবনা বহু গবেষণা জড়িয়ে রয়েছে এই বিষয়টির সাথে। কিন্তু এবার মার্কিন গবেষণা সংস্থা 'এস ই টি আই'-এর রেডিওতে মহাকাশ থেকে ধরা পড়ল এক অস্বাভাবিক সংকেত যা ভাবাচ্ছে বিজ্ঞানীদের। যদিও এই সংস্থা এখনও পর্যন্ত জোর দিয়ে বলেননি এটি ভিনগ্রহের প্রাণী প্রেরিত কোনও সংকেত কিনা। তবে এটি যে কোনও সাধারণ সংকেত নয়, তা ইতিমধ্যেই জানিয়েছেন তাঁরা।

‘এস ই টি আই’ ইনস্টিটিউট-এর এক মহাকাশ বিজ্ঞানী সেথ সোটাক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, “সংকেতটির ধরন অস্বাভাবিক ছিল। এটা কোনও আলাদা একটা সৌরজগত্‍ থেকে আসতে পারে, যা আমাদের থেকে ৯৪ অলোকবর্ষ দূরে অবস্থান করছে। ওই সৌরমণ্ডলেও হয়তো আমাদেরই মতো সূর্য রয়েছে। তার চারপাশে একটি গ্রহ ঘুরছে যার আয়তন নেপচুনের মতো। তবে সূর্যের কাছাকাছি অবস্থানের জন্য ওই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা কম। তাই আমরা ধরতে পারি, ওই সৌরমণ্ডলেরই অন্য কোনও গ্রহ থেকে সংকেতটি এসে পৌঁছেছে।” জানা গিয়েছ, গত বছরের মে মাসেও এমন একটি সংকেত ধরা পড়েছিল ওই গবেষণা সংস্থার রেডিয়োয়। তবে তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তবে এবারের এই সংকেতটি ভাবাতে বাধ্য করছে বিজ্ঞানীদের।
ইতিমধ্যেই এই অজানা সংকেতটিকে নিয়ে শুরু হয়েছে গবেষণা। তবে এবিষয়ে বেশি কিছু বলতে চাননি বিজ্ঞানীরা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi