ইসরো প্রকল্পের অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়

banner

#Pravati Sangbad Digital Desk :

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আরও একবার চাঁদে পাড়ি দেওয়ার কাজে তৎপর হয়েছে। যদিও বছর তিনেক আগে ভারত চাঁদের মাটি ছোঁয়ার সাফল্যের জন্য তৈরিই ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। সেই পরাজয় কাটাতেই উঠে আবারও নতুন প্রজেক্টের ওপরে কাজ করছে ইসরো।

সেই প্রকল্পের অংশ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অমিতাভ গুপ্ত এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সায়ন চট্টোপাধ্যায় অংশ নিয়েছেন ইসরোর এই প্রকল্পে।

ভারতের আরও কয়েকটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছে এই প্রকল্পে। বিশেষজ্ঞ সূত্রে জানা গিয়েছে, কোন উপগ্রহে কিংবা কোন গ্রহে অবতরণ করাই হল মহাকাশ অভিযানের সবথেকে কঠিন পর্যায়ে। একটি মহাকাশযান সফলভাবে উত্‍ক্ষেপণের পর নির্দিষ্ট ক্ষেত্রে সফলভাবে অবতরণ করতে পারবে কিনা তা একটা বড় প্রশ্ন। উদাহরণ হিসেবে চন্দ্রযান ২ এর কথা বলা যায়। এর উত্‍ক্ষেপণ একেবারেই সফল ছিল। কিন্তু নামতে গিয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ে সেটি। আর এই অবতরণের জায়গাতেই কাজ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।


অমিতাভ গুপ্ত জানিয়েছেন, এবারের অভিযানের মূল চিন্তার বিষয় মহাকাশযানটি কে কীভাবে একেবারে মসৃণ ভাবে চাঁদের মাটিতে গিয়ে নামবে সেই দিকেই । ইসরো সে দিকেই নজর দিচ্ছে। এবারের ওই মহাকাশযানটিতে একাধিক থ্রাস্টার থাকবে বলে জানিয়েছেন তিনি। এই থ্রাস্টারের মাধ্যমে জ্বালানি নিঃসরণ বাড়ানো এবং কমানো যায়। তার মাধ্যমেই নিরাপদ অবতরণ করা সম্ভব বলে ভাবা হচ্ছে। এইবার অবতরণের জন্য একটি নতুন টেকনোলজির ব্যবহার করা হবে, যা 'হোভারিং' নামে পরিচিত। এর মাধ্যমে মহাকাশযানটি আগে এক জায়গায় স্থির হয়ে তার অবতরণ স্থলটিকে দেখবে । তারপর থ্রাস্টারের মাধ্যমে গতিবেগ বাড়িয়ে বা কমিয়ে সোজা নেমে আসবে নীচের দিকে।

এই প্রযুক্তিতে নাসা আগেই কাজ করেছে। যাদবপুরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তরফ থেকে জানা যায়, আগামী ১২ নভেম্বর একটি রিভিউ বৈঠক রয়েছে। সেখানে এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলতি বছরের শেষের দিকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের গবেষণাপত্র ইসরোকে জমা দিতে পারবে বলে আশাবাদী অমিতাভ- সায়নরা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News